বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে আদ্রা ডিভিশন। রেল সূত্রের খবর, রাঁচী থেকে হাওড়া পর্যন্ত চলাচল করবে এক্সপ্রেসটি। ছুঁয়ে যাবে আদ্রা ডিভিশনের কোটশিলা, পুরুলিয়া, বরাভূম স্টেশন। বৃহস্পতিবার ট্রেনটির মহড়া দৌড় হয়েছে।
এ দিন রাঁচী থেকে ছেড়ে দুপুর ৩টে কুড়ি নাগাদ ট্রেনটি পৌঁছয় পুরুলিয়া স্টেশনে। ট্রেন দেখতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন অনেকে।
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার বলেন, “এ দিন সফলতার সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।”
রেল সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই সূচনা হতে পারে রাঁচী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের।
তবে ট্রেনের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। সূত্রের খবর, দু’টি সময়সূচি নিয়ে আলোচনা চলছে রেলের অন্দরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)