Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Ranchi-Howrah Vande Bharat Express

বন্দে ভারতের মহড়া দৌড়

রাঁচী থেকে ছেড়ে দুপুর ৩টে কুড়ি নাগাদ ট্রেনটি পৌঁছয় পুরুলিয়া স্টেশনে। ট্রেন দেখতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন অনেকে।

পুরুলিয়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের পরীক্ষামূলক যাত্রা।

পুরুলিয়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের পরীক্ষামূলক যাত্রা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
 আদ্রা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৫
Share: Save:

বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে আদ্রা ডিভিশন। রেল সূত্রের খবর, রাঁচী থেকে হাওড়া পর্যন্ত চলাচল করবে এক্সপ্রেসটি। ছুঁয়ে যাবে আদ্রা ডিভিশনের কোটশিলা, পুরুলিয়া, বরাভূম স্টেশন। বৃহস্পতিবার ট্রেনটির মহড়া দৌড় হয়েছে।

এ দিন রাঁচী থেকে ছেড়ে দুপুর ৩টে কুড়ি নাগাদ ট্রেনটি পৌঁছয় পুরুলিয়া স্টেশনে। ট্রেন দেখতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন অনেকে।

আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার বলেন, “এ দিন সফলতার সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।”

রেল সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই সূচনা হতে পারে রাঁচী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের।

তবে ট্রেনের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। সূত্রের খবর, দু’টি সময়সূচি নিয়ে আলোচনা চলছে রেলের অন্দরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE