একই আসনে মুখোমুখি কাকা ও ভাইপো। কাকা ফরওয়ার্ড ব্লক প্রার্থী। ভাইপো বিজেপির প্রার্থী। জয়ের ব্যাপারে দু’জনেই আশাবাদী। যদিও ওই আসনের তৃণমূলের প্রার্থীর মতে জয় আসবে তাঁর। এ ছবি মহম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের ১৬ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে।
মহম্মদবাজার ব্লকের ওই আসনে বিজেপির হয়ে লড়াই করছেন ভাইপো সন্তোষ ভান্ডারি। অন্য দিকে, ওই একই আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কাকা ধরম ভান্ডারি। দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোটের প্রচার— শুরু করেছেন দু’জনে। যে এলাকায় ধরম প্রচার করছেন, ঠিক তার পাশের পাড়ায় ভাইপো সন্তোষ প্রচার করছেন। কাকা বিজেপি ও তৃণমূলের বিভিন্ন ‘দুর্নীতি’র কথা তুলে ধরছেন। অন্য দিকে, ভাইপোর অভিযোগ, ৩৪ বছর বামফ্রন্ট কোনও কাজ করেনি। পাশাপাশি, শাসকদলের ‘দুর্নীতি’র কথাও বলছেন।
সন্তোষ বলেন, ‘‘বাড়িতে আমরা কাকা ও ভাইপো। কিন্তু রাজনীতির ময়দানে আমি এক ইঞ্চি জায়গাও কাকাকে ছাড়ব না। সেখানে কোনও সহানুভূতি নেই। আমি আশাবাদী, ওই আসন থেকে কাকা হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করব।’’ অন্য দিকে, ধরম বলেন, ‘‘লড়াইয়ের ময়দানে কোনও সম্পর্ক নেই। সেখানে ভোটের নিয়ম মেনেই লড়াই হবে। সম্পর্ক থাকবে বাড়িতেই। আর বর্তমানে বিজেপি ও তৃণমূল মিলে যে ভাবে দুর্নীতি করছে, তাতে এলাকার মানুষ আর তাদের ভোট দেবে না। প্রচারে যা সাড়া পাচ্ছি, তাতে এই আসনে থেকে আমি বিপুল ভোটে জয়লাভ করব।’’
যদিও ওই আসনের তৃণমূল শ্যাম মুর্মু বলেন, ‘‘যে ভাবে উন্নয়ন হয়েছে এবং সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন তাতে যেই দাঁড়ান এলাকার মানুষ তৃণমূল ছাড়া কাউকে ভোট দেবেন না। কাকা ও ভাইপোকে হারিয়ে আমি বিপুল ভোটে জয়লাভ করব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)