Advertisement
২৩ এপ্রিল ২০২৪
bankura

নদীতে পিচ, অভিযোগ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জয়দেব চন্দ্র বলেন, “সেতুর উপরের পিচ মেশিন দিয়ে তুলে সরাসরি দ্বারকেশ্বর নদে ফেলা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ০৮:৩৪
Share: Save:

সেতু সংস্কার করতে গিয়ে রাস্তার পিচ তুলে ফেলে দেওয়া হচ্ছে নদীগর্ভে। পোয়াবাগান-বাঁকুড়া রাস্তায় রাজগ্রামে দ্বারকেশ্বর নদের সেতুতে ওই কাজ হচ্ছে বলে অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের বাঁকুড়া জেলা শাখা এ নিয়ে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে অভিযোগ জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জয়দেব চন্দ্র বলেন, “সেতুর উপরের পিচ মেশিন দিয়ে তুলে সরাসরি দ্বারকেশ্বর নদে ফেলা হচ্ছে। এতে নদীর বাস্তুতন্ত্র ও পরিবেশের ক্ষতি হচ্ছে। জলে দূষণ বাড়বে, নদীর নাব্যতার পক্ষেও ক্ষতিকারক।’’ তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসন নদীবক্ষে রাস্তার পিচের ভাঙা অংশ ফেলা বন্ধ করুক। পিচের যে অংশ নদীতে ফেলা হয়েছে, তা অবিলম্বে তোলার ব্যবস্থা করা হোক। মহকুমা শাসক (বাঁকুড়া সদর) সুশান্ত কুমার ভক্ত বলেন, “যে দফতর সেতু সংস্কারের কাজ করছে, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bankura Dwarakeswar River
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE