Advertisement
E-Paper

মমতার ছবি কে ছিঁড়ল, শুরু তদন্ত

তৃণমূল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। শুক্রবার থেকে পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে বর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের ‘একতাই সম্প্রীতি’ নামের ওই উৎসব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০১:৪৬

রাজ্য সরকারের ছ’বছর পূর্তি অনুষ্ঠানের হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। এ নিয়ে তৃণমূল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। শুক্রবার থেকে পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে বর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের ‘একতাই সম্প্রীতি’ নামের ওই উৎসব।

জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সৌহার্দ, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিয়ে শুরু হওয়া এই উৎসবে বিভিন্ন দফতরের কাজকর্মের প্রদর্শনী ও জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। রবীন্দ্রভবনের বাইরে রাস্তার পাশে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি হোর্ডিং লাগানো হয়েছে। সেই হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রীর হাসিমুখের ছবি, পাশাপাশি কয়েকজন কিশোর-কিশোরীর ছবিও রয়েছে।

শনিবার সকালে দেখা যায় ওই রকম কয়েকটি হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রীর ছবি কারা ছিঁড়ে দিয়েছে। হোর্ডিংয়ের বাকি অংশ অবশ্য অক্ষতই রয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক উৎপল পাল বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’

এই দৃশ্য দেখে শহরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই বেজায় চটে যান।

তৃণমূলের জেলা সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘‘চারটি হোর্ডিংয়ে কেবলমাত্র মুখ্যমন্ত্রীর মুখের ছবিই ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। পুরুলিয়ায় আগে এই ধরনের সংস্কৃতি ছিল না।’’ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের ছ’বছর পূর্তির অনুষ্ঠান সফল ভাবে শুরু হয়েছে। তাই গাত্রদাহের কারণে বিরোধীরাই এই কাণ্ড করেছে। তাঁদের দাবি, পুলিশ তদন্ত করে দেখুক, ঘটনার পিছনে কারা রয়েছে। তবে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে কারও নাম উল্লেখ করেননি তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Mamata Banerjee Hoarding Investigation মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy