পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ প্রকল্পে যুক্ত এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কর্মীর বিরুদ্ধে আর্থিক হিসাব গরমিলের অভিযোগ উঠল সম্প্রতি ওই মহিলা কর্মীকে শোকজ করেছেন পঞ্চায়েত প্রধান। রামপুরহাট ১ ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
পঞ্চায়েত প্রধান সিপিএমের সাফিক সেখ জানান, শৌচাগার নির্মাণ প্রকল্পে পঞ্চায়েতে দায়িত্ব প্রাপ্ত ওই কর্মী বাড়ি বাড়ি সার্ভে করার সময় ১০০জন উপভোক্তার কাছে উপভোক্তা পিছু ৯০০ টাকা করে নেয়। কিন্তু আমার কাছে মাস দেড়েক আগে ৭০ জনের হিসাব পেশ করে। পরবর্তীতে ওই কর্মীকে জিজ্ঞাসাবাদ করে বাকি টাকার হিসাব চাই। কিন্তু প্রথমে জবাব দিতে না পারার জন্য আমি দশ দিন আগে ওই কর্মীকে শো কজ করি। পরে আজ শুক্রবার শোকজের জবাবে ওই কর্মী আমাকে ৮০ জনের হিসাব পেশ করে জানায়। বাকি টাকা ময়ূরেশ্বর কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে পেশ করেছেন। আমি পুরো বিষয়টি উর্ধতম কর্তৃপক্ষকে জানিয়েছি।
দখল বাটি পঞ্চায়েতের ওই মহিলা কর্মী রুনা লায়লা জানান, বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ প্রকল্পে বছর তিনেক আগে পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর পূর্ব ও পশ্চিম পাড়া, দখল বাটি ও ল পাড়া সংসদ থেকে ১০০ জন উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে সার্ভে করে ২০ জনের শৌচাগার নির্মাণ হয়। এর পর প্রধানের কাছ থেকে স্বাক্ষর করে মাস্টার রোলের মাধ্যমে বাকিদের টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু প্রধান না বুঝে আমাকে শো কজ করেছেন। আমি আজকে তাঁর জবাব দিয়েছি।