Advertisement
১৯ মে ২০২৪

আলু বোঝাই ট্রাক আটক পুরুলিয়ায়

ভিনরাজ্যে যাওয়ার পথে ফের পুলিশের হাতে আটকা পড়ল ২৩টি আলু বোঝাই ট্রাক। সাঁওতালডিহি থানার পাহাড়িগোড়া ও আদ্রা থানা এলাকার বড়বাগান এলাকা থেকে ওই লরিগুলিকে মঙ্গলবার ভোরে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়িগোড়া এলাকা থেকে এ দিন ১৬টি ও আদ্রার বড়বাগান এলাকা থেকে ৭টি ট্রাক আটক করা হয়।

আদ্রায় থানার বাইরে আটক হওয়া আলু বোঝাই ট্রাক। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

আদ্রায় থানার বাইরে আটক হওয়া আলু বোঝাই ট্রাক। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৪ ০১:০১
Share: Save:

ভিনরাজ্যে যাওয়ার পথে ফের পুলিশের হাতে আটকা পড়ল ২৩টি আলু বোঝাই ট্রাক। সাঁওতালডিহি থানার পাহাড়িগোড়া ও আদ্রা থানা এলাকার বড়বাগান এলাকা থেকে ওই লরিগুলিকে মঙ্গলবার ভোরে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়িগোড়া এলাকা থেকে এ দিন ১৬টি ও আদ্রার বড়বাগান এলাকা থেকে ৭টি ট্রাক আটক করা হয়। আলুর লরিগুলি আসছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড ও হুগলির আরামবাগ থেকে। গাড়িগুলির কাছে আলুর বৈধ কাগজপত্র থাকলেও, এই আলু কোথায় নিয়ে যাওয়া হবে সেই মর্মে কোন কগজপত্র ছিল না বলে পুলিশের দাবি। তবে যে এলাকা থেকে এই গাড়িগুলি আটক করা হয়েছে সেই রাস্তা দিয়ে সাধারণত আলুর গাড়ি চলাচল করে না। হুড়া, পুঞ্চা, মানবাজার বা রঘুনাথপুরের রাস্তাই সাধারণত ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বা হুগলির দিক থেকে আসা আলুর গাড়িগুলি। জেলা কৃষি বিপণন দফতরের আধিকারিক সুধীর মাঝি বলেন, “জেলার যে সমস্ত থানা এলাকায় আলুর চাহিদা রয়েছে সেই এলাকায় আটক আলু পাঠানো হয়েছে। ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করে সেই টাকা যাঁদের আলু তাঁদের দিয়ে দেওয়া হবে।” ১৪ টাকা দরে এই আলু বিক্রি করা হবে বলে দফতর সূত্রে জানানো হয়েছে। আটক আলু বলরামপুর, জয়পুর, কোটশিলা, বাঘমুণ্ডি, বরাবাজার, মানবাজার, পুঞ্চা ও পুরুলিয়া মফস্সল লথানা এলাকায় পাঠানো হয়েছে। কুন্তলবাবু জানান, ১১টি লরি চাহিদা মতো জেলার বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE