Advertisement
২১ মে ২০২৪
কোথাও দ্বন্দ্ব, কোথাও ক্ষোভ শাসক-শিবিরে

এ বার স্নেহেশ-গোষ্ঠীর অভিযোগে বিদ্ধ নব পাল

নেতায় নেতায় দ্বন্দ্ব এবং তার জেরে অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে ফের তেতে উঠেছে বাঁকুড়ার পাত্রসায়র এলাকা। সোমবার তৃণমূল পরিচালিত বালসি ২ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দলের এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার পাশাপাশি তাঁর স্ত্রী ও মাকে মারধর এবং শ্লীলতাহানি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।

নিজস্ব সংবাদদাতা
পাত্রসায়র শেষ আপডেট: ০৪ জুন ২০১৪ ০০:৪৫
Share: Save:

নেতায় নেতায় দ্বন্দ্ব এবং তার জেরে অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে ফের তেতে উঠেছে বাঁকুড়ার পাত্রসায়র এলাকা। সোমবার তৃণমূল পরিচালিত বালসি ২ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দলের এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার পাশাপাশি তাঁর স্ত্রী ও মাকে মারধর এবং শ্লীলতাহানি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই এ বার বালসি ২ পঞ্চায়েতের উপ-প্রধান মঞ্জু বাগদির বাড়িতে হামলার অভিযোগ উঠল ব্লক তৃণমূল নেতা নব পালের বিরুদ্ধে।

পাত্রসায়র থানার ভালুকবান্দি গ্রামের বাসিন্দা মঞ্জু বাগদি-র কাকিমা পূর্ণিমা বাগদি মঙ্গলবার তৃণমূল নেতা নব পাল, তাঁর খুড়তুতো ভাই বাপি পাল-সহ ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নববাবু। এই ঘটনাতেও শাসকদলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে। গত দু’দিনের দু’টি অভিযোগেই পুলিশ অবশ্য এখনও কাউকে গ্রেফতার করেনি। স্থানীয় সূত্রের খবর, পাত্রসায়র ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও তার তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বালসি ১ ও বালসি ২ পঞ্চায়েত এলাকায়। কোন এলাকায় কোন গোষ্ঠী আধিপত্য বিস্তার করবে, তা নিয়েই গোষ্ঠী-বিরোধ। যার এক দিকে রয়েছেন ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা। অন্য দিকে, ব্লকের দাপুটে নেতা নব পাল ও তাঁর গোষ্ঠী।

বালসি ১ পঞ্চায়েত নব পালের গোষ্ঠীর দখলে রয়েছে। আর বালসি ২ পঞ্চায়েতের ক্ষমতা স্নেহেশবাবুর অনুগামীদের হাতে। বালসি ২ পঞ্চায়েতের প্রধান হলেন এলাকার ডাকসাইটে তৃণমূল নেতা বুদ্ধদেব পাল, ঘরোয়া রাজনীতিতে যিনি নব পালের কট্টর বিরোধী হিসাবেই পরিচিত। এলাকার রাজনৈতিক ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দলের ওই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। তারই জেরে মারপিট, পার্টি অফিস ভাঙচুর, বোমাবাজির অভিযোগ উঠছে দুই পক্ষের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারাও এই লড়াইয়ে তিতিবিরক্ত।

মঞ্জু বাগদির অভিযোগ, “আমারই গ্রামের শ্রীকান্ত বাগদির বাড়িতে বেআইনি চোলাই মদ বিক্রির প্রতিবাদ করেছিলাম বলে মঙ্গলবার ভোরে নব পাল, বাপি পাল-সহ কয়েক জন আমাদের বাড়িতে চড়াও হয়। অকথ্য গালিগালাজের পরে আমার কাকিমা পূর্ণিমা বাগদিকে মারধর করে বাড়ি থেকে নগদ টাকা, গয়না কেড়ে নেওয়া হয়। এমনকী, কাকিমার শ্লীলতাহানিও করেছে নব পালের আশ্রিত দুষ্কৃতীরা।” বালসি-২ পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব পালের দাবি, “আসলে এ বার পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার স্বপ্ন ছিল নব পালের। সেজন্য পঞ্চায়েত ভোটে সমিতির আসনে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন। কিন্তু, স্নেহেশদা (স্নেহেশ মুখোপাধ্যায়) তাঁকে টিকিট না দেওয়ায় প্রার্থীপদ প্রত্যাহার করে নেন নব পাল। সেই রাগেই তিনি এখন আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করিয়ে দলের বদনাম করার চেষ্টা করছেন।”

অভিযোগ অস্বীকার করে নববাবুর দাবি, “আমি অনেকদিন হল বালসিতে যাইনি। এলাকায় বুদ্ধ পালের আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে গুন্ডারাজ কায়েম করেছে, তার পরে রাতের অন্ধকারে ওখানে আমি যাব কোন ভরসায়?” ঘটনা হল, ভালুকবান্দি গ্রামের তৃণমূল কর্মী শ্রীকান্তই সোমবার থানায় অভিযোগ করেছিলেন, বুদ্ধদেব পাল, শিবু মিদ্যার নেতৃত্বে কয়েক জন রবিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁর স্ত্রী ও মাকে মারধর করে টাকা, সোনার দুল, আংটি লুঠ করেন। তাঁর স্ত্রী শ্লীলতাহানিও করা হয়। নব পালের বক্তব্য, “শ্রীকান্ত বাগদির স্ত্রী ওদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তাই ওরা আমার ও আমার খুড়তুতো-ভাই সহ কয়েকজনের নামে মিথ্যা অভিযোগ করিয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bankura patrasayar tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE