প্যাকেটে কম লঙ্কা গুঁড়ো থাকায় এক ক্রেতাকে সাত হাজার টাকা জরিমানা দিতে হল একটি নামী কোম্পানিকে। ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করার সুবাদে সাত হাজার টাকা পেলেন সিউড়ির সেহেরাপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ মাহারা। সিউড়ি ক্রেতা সুরক্ষা আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ডিসেম্বর মাসের ঘটনা। প্রসেনজিৎবাবু সিউড়ির একটি দোকান থেকে ওই নামী কোম্পানির ৫০ গ্রাম লেখা এক প্যাকেট লঙ্কা গুঁড়ো কিনেছিলেন। বাড়িতে পৌঁছে ওই প্যাকেটটি হাতে ধরতে সন্দেহ হওয়ায় তিনি ওজন করে দেখেন ২২ গ্রাম রয়েছে। এর পর তিনি দু’বার ওই কোম্পানির কাছে চিঠি লিখে বিষয়টি জানিয়েছিলেন। তাতেও কোনও কর্ণপাত করেনি ওই সংস্থার কর্তৃপক্ষ। বাধ্য হয়ে ওই বছর ২১ ডিসেম্বর তিনি সিউড়ি ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা করেছিলেন ওই আদালতের আইনজীবী সঞ্জিত আচার্য। তিনি জানান, বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য সিউড়ির লিগ্যাল মেট্রোলোজি দফতরে ওই প্যাকেটটি পাঠানো হয়। সেখান থেকেও রিপোর্ট আসে পঞ্চাশ গ্রাম নয়, বাইশ গ্রাম লঙ্কার গুঁড়ো রয়েছে ওই প্যাকেটে। তার পরে শুরু হয় শুনানি। পরে ওই আদালতের বিচারক জি.এম মির্ধা, রিনা মুখোপাধ্যায় এবং সৌমেন সিকদারের বিচারে ওই কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দুই হাজার টাকা মামলা চালানোর খরচ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি ওই কোম্পানি ওই আদালতের মাধ্যমেই প্রসেনজিৎবাবুর হাতে সাত হাজার টাকা তুলে দেন। প্রসেনজিৎবাবুর প্রতিক্রিয়া, “এখনও আইন বলে যে কিছু আছে সেটা আমি বুঝতে পারলাম।”