এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজ পড়ুয়া এক ছাত্র-সহ দু’জনকে ধরল পুলিশ। ধৃতেরা হল বিশাল শর্মা ও বিশ্বনারায়ণ হেলা। দু’জনেরই বাড়ি আদ্রায়। এদের মধ্যে বেনিয়াসোলের বাসিন্দা বিশাল স্থানীয় একটি কলেজের ছাত্র আর বিশ্বনারায়ণের বাড়ি ডিভিসি কলোনিতে। মঙ্গলবার রাতে আদ্রা থানার সাথে যৌথ ভাবে অভিযান চালিয়ে দু’জনকে ধরেছে কাশীপুর থানার পুলিশ। ঘটনায় আর এক ব্যক্তি জড়িত রয়েছে। তবে তাকে এখনও পাওয়া যায়নি। এ দিন ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে দু’জনেরই জেল হাজত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে রাতে ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ীর কাছ থেকে কাশীপুরের রাজবাড়ি যাওয়ার রাস্তায় নগদ কয়েক হাজার টাকা ছিনতাই করেছিল অভিযুক্তরা। পুলিশের দাবি যে মোটরবাইক ব্যবহার করে অপরাধ ঘটিয়েছিল তারা সেই বাইকটি উদ্ধার করা হয়েছে।