Advertisement
১৯ মে ২০২৪

ডিভিসিকেই কাজ করতে হবে: বাসুদেব

ডিভিসি-র রঘুনাথপুর তাপ বিদ্যুত্‌ প্রকল্প বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে করা যাবে না। এমনই দাবি করলেন বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। রঘুনাথপুরের বাসিন্দা ওই প্রাক্তন সাংসদ শুক্রবার পুরুলিয়া শহরে সাংবাদিক বৈঠক করে বলেন, “ডিভিসি ওই সিদ্ধান্ত নিলে প্রতিবাদে দল আন্দোলনে নামবে।”

পুরুলিয়ায় বাসুদেব আচারিয়া। —নিজস্ব চিত্র

পুরুলিয়ায় বাসুদেব আচারিয়া। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০১:২৭
Share: Save:

ডিভিসি-র রঘুনাথপুর তাপ বিদ্যুত্‌ প্রকল্প বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে করা যাবে না। এমনই দাবি করলেন বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। রঘুনাথপুরের বাসিন্দা ওই প্রাক্তন সাংসদ শুক্রবার পুরুলিয়া শহরে সাংবাদিক বৈঠক করে বলেন, “ডিভিসি ওই সিদ্ধান্ত নিলে প্রতিবাদে দল আন্দোলনে নামবে।” তিনি জানান, রঘুনাথপুরে ডিভিসিকেই ওই প্রকল্প করার জন্য মানুষজন জমি দিয়েছিলেন। তাঁরা কোনও বেসরকারি সংস্থাকে দেননি। শিল্পহীন জেলা পুরুলিয়ায় কোন প্রেক্ষিতে ডিভিসি প্রকল্প গড়তে রাজি হয়েছিল এ দিন সে কথাও ব্যাখ্যা করেন তিনি। বাসুদেববাবুর কথায়, “ডিভিসি-র জলাধারের জলে প্রতি বছরই রঘুনাথপুর এলাকার বেশ কিছু পরিমাণ কৃষি জমি ভেসে যায়। কৃষকেরা সামান্য ক্ষতিপূরণ পেতেন। আমরা সংসদে দাবি করলাম এখানে ডিভিসিকে প্রকল্প গড়তে হবে। তা হলে এলাকার মানুষের কর্মসংস্থান হবে।” তিনি জানান, ২০০৭ সালে তত্‌কালীন বিদ্যুত্‌মন্ত্রী সুশীল কুমার সিন্ধে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে ঘোষণা করেছিলেন জমিহারাদের চাকরি হবে।

বাসুদেববাবু অভিযোগ করেছেন, আগেও ডিভিসি-র মেজিয়া প্রকল্প একটি বেসরকারি সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখন তাঁরা কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। রাজ্যের তত্‌কালীন বিদ্যুত্‌মন্ত্রী শঙ্কর সেনও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। প্রাক্তন সাংসদের কথায়, “এই জেলার মানুষ ডিভিসিকে জমি দিয়েছিলেন, ওই সংস্থাকে দেয়নি। তাই যদি কেন্দ্রীয় সরকার এ রকম সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ওই সংস্থা প্রকল্প এলাকায় ঢুকতে পারবেন না। আমরা প্রকল্পের গেট আটকে দেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

purulia dvc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE