সাঁওতালি ভাষায় শিশু সাহিত্যে অবদানের জন্য, চলতি বছর সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন শ্রীকান্ত সরেন। বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয়ের বাংলার শিক্ষক শ্রীকান্তবাবুর শিশুদের জন্য সাঁওতালি ভাষায় কবিতা ‘হারয়াড় মায়াম’ ওই পুরষ্কার পেয়েছে। বাংলায় যার মানে ‘সবুজ রক্ত’। ফি বছরের ন্যায়, চলতি বছর দেশের ২৪টি ভাষায় শিশু সাহিত্যিকদের এমন পুরস্কারের আয়োজন করে কেন্দ্রীয় সাহিত্য অকাদেমি। চলতি মাসের ১৪ এবং ১৫ তারিখ, কেন্দ্রীয় সাহিত্য অকাদেমির উদ্যোগে মুম্বইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওই সংস্থার সচিবকে শ্রীনিবাসন রাও এবং অধ্যক্ষ বিশ্বনাথ প্রসাদ তিওয়ারির উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধনা এবং সম্মানিত করা হয় বিভিন্ন ভাষার শিশু সাহিত্যিকিদের। শ্রীকান্তবাবু বলেন, “শিশু সাহিত্যের প্রতি অবদানের জন্য কেন্দ্রীয় সাহিত্য অকাদেমির সম্মান সত্যিই গর্বের। খুব ভাল লাগছে।” তাঁর এই সাফল্য স্বাভাবিক ভাবেই খুশি বিদ্যালয়ের সহকর্মী ও পড়ুয়ারা।