Advertisement
১৯ মে ২০২৪

পড়ুয়াদের পাশে অধ্যাপকসভা

উচ্চশিক্ষায় অভ্যন্তরীণ সংরক্ষণে দাবিতে ছাত্র-আন্দোলনের পাশে দাঁড়ালো বিশ্বভারতীর শিক্ষক সভা এবং অধ্যাপক সভা। রবিবার এই মর্মে পাঠভবন ও শিক্ষাসত্রের শিক্ষক- শিক্ষিকাদের সই সংগ্রহ করে উপাচার্যের কাছে পাঠালেন তাঁরা। প্রসঙ্গত, অধ্যাপক সভা বিশ্বভারতীতে সংরক্ষণ পুনর্বহালের দাবিতে নিজেদের বক্তব্য জানিয়ে উপাচার্যকে চিঠিও দিয়েছেন। এ দিকে নিজেদের আর্জি পুনর্বহালের জন্য ইতিমধ্যেই পড়ুয়ারা সই সংগ্রহে নেমেছেন।

পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের মোমবাতি মিছিল। —নিজস্ব চিত্র।

পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের মোমবাতি মিছিল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০২:১৪
Share: Save:

উচ্চশিক্ষায় অভ্যন্তরীণ সংরক্ষণে দাবিতে ছাত্র-আন্দোলনের পাশে দাঁড়ালো বিশ্বভারতীর শিক্ষক সভা এবং অধ্যাপক সভা। রবিবার এই মর্মে পাঠভবন ও শিক্ষাসত্রের শিক্ষক- শিক্ষিকাদের সই সংগ্রহ করে উপাচার্যের কাছে পাঠালেন তাঁরা। প্রসঙ্গত, অধ্যাপক সভা বিশ্বভারতীতে সংরক্ষণ পুনর্বহালের দাবিতে নিজেদের বক্তব্য জানিয়ে উপাচার্যকে চিঠিও দিয়েছেন। এ দিকে নিজেদের আর্জি পুনর্বহালের জন্য ইতিমধ্যেই পড়ুয়ারা সই সংগ্রহে নেমেছেন। গণ স্বাক্ষরিত ওই তালিকা দেশের রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আচার্য মনমোহন সিংহের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী ওই ছাত্রছাত্রীরা।

এ দিন, বিশ্বভারতীর বিদ্যালয় স্তরের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রাক্টিক্যাল পরীক্ষা বয়কট করেছে। এ দিনও তারা মিছিল করে কর্তৃপক্ষর সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। মিলিত হয় উপাসনা মন্দিরের কাছে।

বিশ্বভারতীর অধ্যাপক সভার সাধারন সম্পাদক রাজেশ কে ভেনুগোপাল বলেন, “কয়েক দশক ধরে চলে আশা এই অভ্যন্তরীণ সংরক্ষণ নিয়ে পড়ুয়াদের দাবিকে আমরা সমর্থন করছি। আমাদের বক্তব্য বিশ্বভারতীর উপাচার্যকে লিখিত ভাবে জানিয়েছি।”

অন্যদিকে, শনিবার বিশ্বভারতীর বিদ্যালয়স্তর পাঠভবন ও শিক্ষাসত্রের শিক্ষক-শিক্ষিকারা একটি শিক্ষক সভার আয়োজন করেছিল। উচ্চশিক্ষায় বিশ্বভারতীর পড়ুয়াদের আভ্যন্তরীণ সংরক্ষণের দাবির পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ওই শিক্ষক সভার সিদ্ধান্ত, বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের কাছে পাঠিয়েছেন তাঁরা। বিদ্যালয় স্তরের ওই শিক্ষক সভার অন্যতম বর্ষীয়ান শিক্ষক কিশোর ভট্টাচার্য বলেন, “শিক্ষকসভার সিদ্ধান্ত আভ্যন্তরীণ সংরক্ষণের পক্ষে ওই সিদ্ধান্তের কথা আমরা লিখিত ভাবে উপাচার্যের কাছে জানিয়েছি।” এ দিন বিকেলে অভিভাবকেরাও নিজেদের মধ্যে একটি আলোচনায় বসেন। তাঁদের দাবি, “শনিবার নাট্যঘরে উপাচার্য যুক্তিপূর্ণ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। সেই কারণেই নতুন কর্মসূচি ঠিক করতেই রবিবারের বৈঠক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

santiniketan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE