Advertisement
১৭ মে ২০২৪
লাভপুর গণধর্ষণ-কাণ্ড

ফের স্থগিত হয়ে গেল চার্জ গঠন

লাভপুরের আদিবাসী তরুণী গণধর্ষণের মামলার চার্জ গঠন ফের স্থগিত রাখল আদালত। ঘটনাস্থল থেকে পাওয়া ও অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হওয়া একাধিক জিনিষের ফরেনসিক রিপোর্ট পুলিশ আদালতে জমা দিতে পারেনি বৃহস্পতিবারও।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০০:৩২
Share: Save:

লাভপুরের আদিবাসী তরুণী গণধর্ষণের মামলার চার্জ গঠন ফের স্থগিত রাখল আদালত। ঘটনাস্থল থেকে পাওয়া ও অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হওয়া একাধিক জিনিষের ফরেনসিক রিপোর্ট পুলিশ আদালতে জমা দিতে পারেনি বৃহস্পতিবারও। বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরীর কাছে এই মামলায় চার্জ গঠন স্থগিত রাখার আবেদন জানান সরকারী পক্ষের আইনজীবী তপন কুমার দে। চলতি মাসের ১৮ তারিখ ফের এই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য করেছেন অতিরিক্ত জেলা জজ।

সরকারী পক্ষের আইনজীবী তপন কুমার দে জানান, লাভপুরের আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার ১৩ অভিযুক্তের বিরুদ্ধে মামলার চার্জ গঠনের দিন ধার্য হয়েছিল। বোলপুরের অতিরিক্ত জেলা জজ সিদ্ধার্থ রায় চৌধুরীর নির্দেশ মোতাবেক এ দিন আদালতে হাজির ছিলেন অভিযুক্ত পক্ষের আইনজীবী দিলিপ ঘোষও। কিন্তু ঘটনার সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিষের ফরেনসিক পরীক্ষা করতে পাঠানো হয়েছিল, তদন্তকারী অফিসারের হাতে তার রিপোর্ট আসে নি এখনও। সেই জন্য মামলার চার্জ গঠন স্থগিত রাখার জন্য বিচারকের কাছে আর্জি জানিয়েছিলাম। বিচারক ওই আর্জি মঞ্জুর করেছেন।”

অতিরিক্ত জেলা জজ দিন ধার্য করার পাশাপাশি ওই সময়ের মধ্যে এই ঘটনার ফরেনসিক রিপোর্ট সরকারী পক্ষের আইনজীবির মাধ্যমে আদালতে জমা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, গত ১৭ জুন এই মামলার অন্যতম অভিযুক্ত দেবরাজ মণ্ডল অসুস্থ থাকায় ওই দিন চার্জ গঠনের দিন পিছিয়ে যায়। জেলা পুলিশ সূত্রের খবর মোবাইল, পোশাক সহ প্রায় ৪৭ টি জিনিস এই ঘটনায় উদ্ধার করে ছিল পুলিশ। সেই গুলি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট আজও আসেনি ঘটনার তদন্তকারী অফিসারের হাতে। অভিযুক্ত স্থানীয় তেরো জন ধৃতের, সকলে এখন জেল হাজতে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE