ঠাকুরদা-ঠাকুমা অভিনেতা। বাবাও অভিনেতা। মেয়ের ইচ্ছা ছিল সেই জগতেই পা রাখবেন। সঞ্জয় দত্ত ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিচা শর্মার একমাত্র কন্যা ত্রিশলা দত্ত। বরাবরই বাবা-মেয়ের সম্পর্কের বন্ধন বেশ শক্তপোক্ত। বেশ কয়েক বছর আগে মেয়ে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবার কাছে। শোনা যায়, তখনই বাবা সঞ্জয় বাধা দিয়েছিলেন। বিদেশে সাইকোথেরাপি নিয়ে কাজ করেছেন। কিন্তু এ বার সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন ত্রিশলা।
আরও পড়ুন:
সঞ্জয় তাঁর তৃতীয় স্ত্রী মান্যতা ও তাঁদের দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে থাকেন। তবে কোনও অনুষ্ঠানে গেলে প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার সঙ্গে কুশল বিনিময় হয় অভিনেতার। অন্য দিকে, সমাজমাধ্যমে বিভিন্ন সময়ে পরিবারকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে থাকেন ত্রিশলা। এ বার ত্রিশলা জানান, তাঁকে নাকি হেনস্থার শিকার হতে হচ্ছে। ত্রিশলার কথায়, ‘‘কিছু মানুষ নিশ্চুপ থেকেও বড় শিক্ষা দিয়ে যায়। আবার অনেক সময়ে সোজাসাপটা কথা বলার জন্য বড় মাশুল দিতে হয়। তবে চুপ থাকাটা যেন শাস্তি পাওয়ার সমান। সত্যি, কোনও সম্পর্ক আসলে কষ্ট দিতে শেখায় না। বরং শান্ত করতে শেখায়, মনের আরাম দেয়। এর বেশি কিছু বলে অন্যদের কষ্ট দিতে চাই না। নিজেকে গোছানোর সময় দিতে চাই।’’ যদিও ত্রিশলা এই পোস্ট তাঁর পরিবারের জন্য দিয়েছেন কি না সেটা স্পষ্ট নয়। এই পোস্টের সঙ্গে কি জড়িয়ে আছে তাঁর মন ভাঙার কারণ? তিনি কি বাবার দিকে আঙুল তুললেন? উত্তর অধরা।