বিপাকে সুনীল শেট্টীর কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টী ও ক্রিকেটার কেএল রাহুল। কোটি টাকার প্রতারণায় নাম জড়াল তাঁদের। ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে আম্বোলি পুলিশ। আসল ঘটনা কী?
ঘটনায় এক সংস্থার উচ্চপদস্থ আধিকারিক ঋষভ সুরেকা, কর্ণধার যশ নাগরকোটি ও অশায় শাস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঋষভ সুরেকার বিরুদ্ধে আথিয়ার সই নকল করার অভিযোগ উঠেছে। এমনকি, তিনি নাকি অভিনেতা অরশদ ওয়ারসীর নামে ভুয়ো মেল আইডি পর্যন্ত তৈরি করেছিলেন। অভিযুক্ত সংস্থা বিজ্ঞাপনের কাজ করে। তাদের মূল অফিস হরিয়ানায়। অপর একটি শাখা রয়েছে আন্ধেরিতে, ঠিক যশ রাজ ফিল্মস্-এর অফিসের বিপরীতে।
আরও পড়ুন:
২০২৪ সালের জানুয়ারি মাসে আথিয়ার সহকারী টিমের সঙ্গে যোগাযোগ করেন ঋষভ সুরেকা। একটি সোনার বিপণি থেকে বিজ্ঞাপনের জন্য ৪০ লক্ষ টাকার চুক্তি নিয়ে আলোচনা হয়। কিন্তু, সেই আলোচনা বেশি দূর এগোয়নি। অথচ সোনার বিপণিকে ঋষভ প্রতিশ্রুতি দেন, তাঁদের বিজ্ঞাপনে মুখ হিসাবে দেখা যাবে আথিয়াকে। এর পরে আথিয়ার সই নকল করে সোনার বিপণীর সঙ্গে চুক্তিবদ্ধ হন নিজেই। এমনকি, আথিয়া ও তাঁর স্বামী তথা কেএল রাহুলের নাম ব্যবহার করে খাওয়াদাওয়ার বিলও তৈরি করেছিলেন মূল অভিযুক্ত। আথিয়ার নাম ব্যবহার করে এমন আরও বেশ কিছু জায়গা থেকে টাকা তুলেছিলেন বলেও অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঋষভ-সহ সংস্থার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৩ সালে এই সংস্থায় যোগ দেন অভিযুক্ত ঋষভ সুরেকা। যোগ দেওয়ার পরেই মায়ের চিকিৎসার কথা বলে ১৫ লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। অভিযোগ, তার পর থেকে একাধিক বার টাকা নয়ছয় করতে গিয়ে সংস্থার মধ্যেই ধরা পড়েছেন তিনি । ২০২৪ সালে তিনি নাকি দাবি করেছিলেন, একটি বিজ্ঞাপনের জন্য দিয়া মির্জ়াকে নিয়ে আসবেন, যার জন্য ৬২ লক্ষ টাকার প্রয়োজন। গোটা ঘটনার তদন্ত চলছে।