দু’বছর আগে ৯ জুলাই পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাঁকুড়ার লোকপুর ভকতপাড়ার যুবক আশিস ভকত। তার পর থেকেই এই দিনটিতে বন্ধুর স্মৃতির উদ্দেশে নানা সামাজিক কাজ করে আসছে আশিসের হাতে গড়া ফটবল দল ‘বড়মাঠ ফুটবল গ্রাউন্ড’। বৃহস্পতিবারও সেই ৯ জুলাই উপলক্ষে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ফল বিতরণ করলেন ওই ফুটবল দলের সদস্যেরা। উপস্থিত ছিলেন আশিসের বাবা সোমনাথ ভকতও। বড়মাঠ ফুটবল গ্রাউন্ডের সদস্য রোহিত ভকত বলেন, “আশিসই এই দল গড়েছিল। ওর প্রেরণাতেই আমরা খেলাধুলো নিয়ে রোজ চর্চা করতাম। তাই ওর স্মৃতিতে দুর্ঘটনার দিন আমরা নানা অনুষ্ঠান করি।’’