Advertisement
০৫ মে ২০২৪

বেনিয়মের নালিশ, প্রধানকে শো-কজ করলেন বিডিও

ইন্দিরা আবাস যোজনায় প্রাপকদের বাড়ি নির্মাণ নিয়ে প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নামল প্রশাসন। ইতিমধ্যেই রঘুনাথপুর ১ ব্লকের নতুনডি পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে ওই অভিযোগের প্রেক্ষিতে শো-কজ করেছেন রঘুনাথপুর ১ বিডিও সুনীতিকুমার গুছাইত।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:৪৪
Share: Save:

ইন্দিরা আবাস যোজনায় প্রাপকদের বাড়ি নির্মাণ নিয়ে প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নামল প্রশাসন। ইতিমধ্যেই রঘুনাথপুর ১ ব্লকের নতুনডি পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে ওই অভিযোগের প্রেক্ষিতে শো-কজ করেছেন রঘুনাথপুর ১ বিডিও সুনীতিকুমার গুছাইত। সাত দিনের মধ্যে প্রধানের কাছ থেকে তিনি জবাব চেয়েছেন। পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মুদি অবশ্য ইন্দিরা আবাস যোজনায় কোনও বেনিয়ম হয়নি বলে ফের দাবি করেছেন।

রঘুনাথপুর ১ ব্লকের তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে ইন্দিরা আবাস যোজনায় বেনিয়ম ও দুর্নীতি হচ্ছে এই মর্মে অভিযোগ আগেই তুলেছিলেন ওই পঞ্চায়েতেরই উপপ্রধান-সহ তৃণমূলেরই পাঁচ সদস্য। সম্প্রতি এলাকার তৃণমূলের নিচুতলার কর্মী-সমর্থকেরা রঘুনাথপুরের মহকুমাশাসকের কাছে গিয়ে একই দাবি তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে মঙ্গলবার অভিযোগকারীদের একাংশকে নিজের দফতরে ডাকেন মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন মহকুমাশাসক ওই গ্রামবাসীদের জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

এ দিকে সোমবার নতুনডির প্রধান পূর্ণিমাদেবীকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছেন বিডিও। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নতুনডি পঞ্চায়েতে ইন্দিরা আবাস যোজনায় উপভোক্তা বাছাই ও যাঁদের প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে সে ব্যাপারে প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে অভিযোগের সারবত্তা পাওয়া গিয়েছে। তার পরেই শো-কজ নোটিস পাঠানো হয় প্রধানকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন দুই দরিদ্র মহিলার পরিবর্তে অন্য দু’জনকে ইন্দিরা আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে? এ ছাড়া বিপিএল নম্বর অনেক বেশি হওয়া সত্ত্বেও অন্য তিনজনকে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে? বিডিও বলেন, “নতুনডি পঞ্চায়েতে ইন্দিরা আবাস যোজনা নিয়ে কিছু নির্দিষ্ট অভিযোগ এসেছে। তারই প্রেক্ষিতে প্রধানের কাছে কিছু ব্যাপারে জানতে চাওয়া হয়েছে।” ঘটনা হল, সম্প্রতি মহকুমাশাসকের কাছে গ্রামবাসী একের পরিবর্তে অন্যকে ইন্দিরা আবাস যোজনার সুবিধা দেওয়া, বিপিএল নম্বর অনেক বেশি হওয়ার পরেও তুলনায় স্বচ্ছল ব্যক্তিদের এই প্রকল্পে বাড়ি নির্মাণের টাকা দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন।

তবে এ দিনও প্রধান দাবি করেছেন, “ইন্দিরা আবাস যোজনায় প্রাপকদের তালিকা তৈরি করে ব্লকে পাঠানো হয়েছিল। সেখানে সবার নামই পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকে কিছুজনকে সুবিধা দিয়ে বাকিদের কেন বাদ দেওয়া হল? ফলে অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তার দায় প্রধানের উপরে বর্তায় না।”

যাঁদের বিপিএল নম্বর বেশি রয়েছে বলে প্রশাসন দাবি করেছে, বাস্তবে তাঁরা সকলেই হতদরিদ্র বলে পাল্টা দাবি করেছেন প্রধান। তিনি বলেন, “যে তিনজনের নম্বর বেশি রয়েছে বলে প্রশাসন জানিয়েছে, তারা সকলেই দরিদ্র। তাহলে তাদের বিপিএল নম্বর কী ভাবে বেশি হয়েছে, বরং এটাই আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

show cause bdo raghunathpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE