Advertisement
E-Paper

বিষ্ণুপুরের কলেজ পুরস্কৃত

অল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল বিষ্ণুপুরের একটি বেসরকারি পলিটেকনিক কলেজ বি পি আই ই-কে পরিকাঠামোগত দিক থেকে রাজ্য সেরার পুরস্কার তুলে দিল। সম্প্রতি নয়াদিল্লির ফেডারেশন হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী মানেকা গাঁধী, সংস্কৃতি পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা প্রমুখ বিশিষ্টজনেরা।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০০:৪৪

অল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল বিষ্ণুপুরের একটি বেসরকারি পলিটেকনিক কলেজ বি পি আই ই-কে পরিকাঠামোগত দিক থেকে রাজ্য সেরার পুরস্কার তুলে দিল। সম্প্রতি নয়াদিল্লির ফেডারেশন হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী মানেকা গাঁধী, সংস্কৃতি পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী মহেশ শর্মা প্রমুখ বিশিষ্টজনেরা। বি পি আই ই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই অধিকর্তা নিখিল বন্দ্যোপাধ্যায় ও তন্ময় ভাণ্ডারী এই পুরস্কার গ্রহণ করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সত্যসাধন দত্ত বলেন, ‘‘এই পুরস্কার আমাদের সমবেত ও পরিকল্পিত চেষ্টার ফসল। অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা আরও অনেক নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছি।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy