যাত্রীবাহী বাস উল্টে আহত হল শিশু এবং মহিলা-সহ ২৫ জন যাত্রী। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার হিড়বাঁধ থানার শ্যামনগর গ্রামের কাছে হিড়বাঁধ-মানবাজার রাস্তায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাতড়া–আদ্রা রুটের ওই বেসরকারি বাসটি এ দিন দুপুরে আদ্রা থেকে ফিরছিল। শ্যামনগর গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের জমিতে নেমে গিয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন। ২৫ জনের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হিড়বাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অনেককেই রাতে স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক।