পুরুলিয়া জেলা চাইল্ড লাইনের উদ্যোগে পালিত হচ্ছে ‘চাইল্ড লাইন সে দোস্তি’ নামের কর্মসূচি। চাইল্ড লাইনের পক্ষে ঝর্না মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৪ নভেম্বর শিশু দিবসের দিন থেকে এই সপ্তাহ শুরু হয়েছে। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এই সপ্তাহে তাঁরা সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের হাতে চাইল্ড লাইন সে দোস্তি লেখা রিস্টব্যান্ড পরিয়ে দিচ্ছেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে শিশুদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। রিস্টব্যান্ড পরানোর পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকে আরও নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। মঙ্গলবার পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসক ও রোগীর পরিজন-সহ বিভিন্ন জনের হাতে রিস্টব্যান্ড পরিয়ে দেওয়া হয়।