প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্থ হয়েছে জেলাজুড়ে ধান ও সব্জি চাষে। এ বার তেত্রিশ শতাংশের বেশি ধান ও সব্জি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন জমি চিহ্নিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জেলা কৃষিদফতরের আধিকারিকদের কাছে ভিডিও কনফারেন্সিং এ এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে দাবি জেলা কৃষি দফতরের। জেলা উপ-অধিকর্তা (প্রশাসন) প্রদীপ মণ্ডল এবং সহ অধিকর্তা (তথ্য) অমর মণ্ডলেরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির হিসাব ১৪ অগস্টের মধ্যেই রাজ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কোনও পরিস্থিতিতে ১৪ তারিখের মধ্যে তথ্য না পৌঁছয়, তাহলে সর্বোচ্চ সময়সীমা চলতি মাসের ১৮ তারিখ।
জেলা থেকে পাঠানো তথ্যের ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ ঠিক করবে সরকার। কৃষি দফতর জানিয়েছে, এই বিষয়ে জেলা শাসক জেলার সব ব্লক কৃষি আধিকারিককে নিয়ে আজ বুধবার ভিডিও কনফারেন্সিং করবেন। প্রসঙ্গত উল্লেখ্য জুলাই মাস জুড়ে লাগাতার বৃষ্টি ও শেষ বেলায় গোমেনের প্রভাবে অতিবৃষ্টিতে জেলা জুড়ে কোথাও বীজতলা ডুবছে, কোথাও ডুবেছে রোওয়া ধান জমি, কোথাও বা সব্জি। কৃষি দফতরের হিসাব অনুযায়ী শুধু আমন ধানের চাষে সোমবার জেলার ১৯টি ব্লকের মধ্যে ১৮টি ব্লকে ধান চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৩৯ হাজার হেক্টর জমি। যদিও ধান ও সব্জি চাষে তেত্রিশ শতাংশের উপর ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ঠিক কত তা দিন কয়েকের মধ্যেই জানা যাবে বলছে সংশ্লিষ্ট দফতর।