Advertisement
০৭ মে ২০২৪
৮ তারিখ ভোট মল্লারপুর কলেজে

মনোনয়ন প্রত্যাহার ১৩ কলেজ ছাত্রের

মল্লারপুর টুরকু হাঁসদা-লেপসা হেমব্রম কলেজে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিল ১৩ জন। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। কলেজ সূত্রে জানা গিয়েছে সোমবার মোট ৫৩টি মনোনয়ন পত্র জমা পড়েছিল। সব মিলিয়ে মল্লারপুর কলেজের ১৯টি আসনে ৪০ জন প্রার্থী ছাত্র সংসদ নির্বাচনে লড়াই করছে এ বার।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৫ ০০:৫৯
Share: Save:

মল্লারপুর টুরকু হাঁসদা-লেপসা হেমব্রম কলেজে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিল ১৩ জন। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। কলেজ সূত্রে জানা গিয়েছে সোমবার মোট ৫৩টি মনোনয়ন পত্র জমা পড়েছিল। সব মিলিয়ে মল্লারপুর কলেজের ১৯টি আসনে ৪০ জন প্রার্থী ছাত্র সংসদ নির্বাচনে লড়াই করছে এ বার। আগামী বৃহস্পতিবার ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে।

মনোনয়ন পত্র জমা দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই- এই দুই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এর মধ্যে ১৬ টি আসনে লড়ছে এসএফআই। তেমনই দাবি, মল্লারপুর কলেজের প্রতিনিধি মহম্মদ গোলাম নবি। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের ময়ূরেশ্বর ১ ব্লক সভাপতি অভিজিৎ মণ্ডল বলেন, “১৯ টি আসনে লড়ছি আমরা।”

ঘটনা হল, দুই সংগঠন মিলিয়ে ৩৫ জন প্রার্থী হচ্ছেন। বাকি ৫ জন প্রার্থী কাদের এ ব্যপারে এসএফ আই নেতা গোলাম নবির দাবি, “মল্লারপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বাধা উপেক্ষা করে এসএফআই এর প্রতিনিধিরা মনোনয়ন জমা দিতে পেরেছে। এটা তৃণমূল ছাত্র পরিষদ চায়নি। ওরা বেশি করে মনোনয়ন তুলেছিল। নির্বাচনের দিন ঝামেলা করার জন্য মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন বেশি প্রত্যাহার করেনি। কারণ প্রতি প্রার্থী পিছু একজন এজেন্ট থাকবে। এর জন্য বেশি প্রার্থী দিয়ে রেখেছে।”

অভিজিৎ মণ্ডল বলেন, “নির্বাচনে প্রতিটি আসনে যারা প্রার্থী দিতে পারে না, তারাই ঝামেলার কথা বলে। এবং তারাই ঝামেলা পাকানোর জন্য আমাদের প্রার্থীর বাড়িতে বাড়িতে গিয়ে এখন থেকে হুমকি দিচ্ছে।” তাঁর দাবি, ১৯ টি আসনে তাঁদের ১৯ জনই প্রার্থী আছে।

অন্য দিকে, সোমবার মল্লারপুর কলেজে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম দলের জেলা কমিটির সদস্য অরুপ বাগ আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে মিছিল বের হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সরব হয় সিপিএমের ছাত্র যুব সংগঠন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE