এত দিন এলাকায় কচিকাঁচাদের বিনোদনের কোনও জায়গা ছিল না। এ বারে একই সঙ্গে দু’টি শিশু উদ্যান পেতে চলেছে মল্লারপুর। ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতি বিআরজিএফ এবং ময়ূরেশ্বরের সিপিএম বিধায়ক অশোক রায়ের এলাকা উন্নয়ন তহবিলের প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় মল্লারপুর হাইস্কুল এবং আম্বা সত্যানন্দ আশ্রমে দু’টি শিশু উদ্যান গড়ার উদ্যোগ নিয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় জানান, উদ্যানের কাজ প্রায় শেষের মুখে। পরবর্তী কালে উদ্যান দু’টিকে আরও ঢেলে সাজার পরিকল্পনা রয়েছে।