Advertisement
২১ মে ২০২৪

লাইব্রেরিতে জয়ী সিপিএম

গ্রন্থাগারের নির্বাচনে ফের জয়ী হল বামেরা। রবিবার রঘুনাথপুর ১ ব্লকের বেড়ো পঞ্চায়েতের বেড়ো গ্রামের বেড়ো সাহিত্য মন্দির নামের ওই গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে আটটি আসনের মধ্যে পাঁটটিতেই জয় পেয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। বাকি আসনগুলিতে জয়ী হয়েছে তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৫ ০১:২৭
Share: Save:

গ্রন্থাগারের নির্বাচনে ফের জয়ী হল বামেরা। রবিবার রঘুনাথপুর ১ ব্লকের বেড়ো পঞ্চায়েতের বেড়ো গ্রামের বেড়ো সাহিত্য মন্দির নামের ওই গ্রন্থাগারের পরিচালন সমিতির নির্বাচনে আটটি আসনের মধ্যে পাঁটটিতেই জয় পেয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। বাকি আসনগুলিতে জয়ী হয়েছে তৃণমূল। এই ব্লকেরই নতুনডি পঞ্চায়েতের একটি গ্রন্থাগারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে এই সাফল্যে স্বভাবতই উজ্জীবিত সিপিএমের স্থানীয় নেতৃত্ব। তবে এই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের ব্লক স্তরের এক নেতা। তাঁর অভিযোগ, পরিচালন সমিতি আগেও বামেদের দখলে থাকায় তাঁরা নির্বাচকদের সদস্যপদ পুনর্নবীকরণের বিষয়ে পক্ষপাতিত্ব করেছেন। তা সত্বেও তিনটি আসনে তৃণমূল প্রার্থীদের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে তিনি দাবি করেন।

বার্ষিক অনুষ্ঠান। সম্প্রতি হয়ে গেল বাঁকুড়া ডিএভি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গণে হওয়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়। স্কুলের শতাধিক ছাত্রছাত্রী সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Library CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE