শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে কেন। অপরাধ করার প্রবণতা কমানোরই বা পথ কী? অপরাধমনস্ক শিশুদের সঙ্গে ঠিক কেমন আচরণ করা উচিত। পুলিশের বা সমাজেরই কী ভূমিকা, শনিবার এই বিষয় নিয়েই একটি সচেতনতা শিবির হয়ে গেল সিউড়ি প্রশাসনিক ভবনে। জেলা প্রশাসনের সহযোগিতায় ওই শিবিরের আয়োজক জুভেনাইল জাস্টিস বোর্ড। জেলা প্রশাসন ভবনের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলা বিচারক গৌতম সেনগুপ্ত, জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপ্যাল ম্যাজিস্ট্রেট জোৎস্না রায়, অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ রায়, অতিরিক্ত জেলাশাসক শ্যামল মণ্ডল, জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক আনন চট্টোপাধ্যায় এবং জেলার ২১টি থানার সেকেন্ড অফিসারেরা। শিবিরে যোহ দেন বিশ্বভারতীর দুই অধ্যাপক পি কে ঘোষ, মনোজ বিশ্বাস ও শিক্ষক আদিত্য মুখোপাধ্যায়। বিশিষ্টজনেরা এর জন্য সামজিক অবক্ষয়, একান্নবর্তী পরিবার ভেঙে ক্ষুদ্র পরিবার হয়ে যাওয়া এবং অধিকাংশ সময়েই কর্মব্যস্ততার জন্য শিশুদের মা-বাবার সঙ্গ না পাওয়াকে তাঁরা দায়ী করেছেন।