Advertisement
E-Paper

শিশু-প্রকল্পে মিলবে পুষ্টিকর পানীয়

জেলা প্রশাসনের উদ্যোগে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় থাকা সিউড়ি ১ ব্লকের ১৫৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পরিপুরক পুষ্টিকর পানীয় দেওয়ার সূচনা হল মঙ্গলবার। এ দিন কড়িধ্যায় ১ ব্লক কমিউনিটি হলে ওই পরিষেবার শুরু হয় জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৪ ০০:৪৮
শিশুকে খাওয়ানো হচ্ছে পুষ্টিকর পানীয়। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

শিশুকে খাওয়ানো হচ্ছে পুষ্টিকর পানীয়। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

জেলা প্রশাসনের উদ্যোগে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আওতায় থাকা সিউড়ি ১ ব্লকের ১৫৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পরিপুরক পুষ্টিকর পানীয় দেওয়ার সূচনা হল মঙ্গলবার। এ দিন কড়িধ্যায় ১ ব্লক কমিউনিটি হলে ওই পরিষেবার শুরু হয় জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাতে।

এ দিন উপস্থিত ছিলেন মহকুমাশাসক (সিউড়ি সদর) অরুন্ধতী ভৌমিক, সিউড়ি ১-এর বিডিও মুনমুন ঘোষ, সিডিপিও দীনবন্ধু সাহা প্রমুখ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন কড়িধ্যার তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০০ জন শিশুকে পুষ্টিকর পানীয় খাওয়ানো হয়। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সিউড়ি, বোলপুর, নলহাটি ও রামপুরহাট-সহ চারটি পুরএলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আওতায় থাকা ৬ মাস থেকে ৬ বছরের সমস্ত শিশুদের সপ্তাহে তিন দিন গরম দুধ দেওয়ার কর্মসূচি চালু হয়েছে। শহরের বাইরে অর্থাত্‌ পঞ্চায়েত এলাকার শিশুদের যাতে পরিপুরক পুষ্টি উপাদান দেওয়া যায় সেই ভাবনা থেকেই সিউড়ি ১ ব্লকের কথা জেলাপ্রশাসনের তরফ থেকে ভাবা হয়েছে। ওই ব্লকের ৯৫৪৫ জন শিশুকে সোমবার থেকে শনিবার পুষ্টিকর ‘নিউট্রিমিক্স’ পাউডার ১৫ গ্রাম করে দেওয়া হবে। সামান্য গরম ৫০ মিলিলিটার জলে গুলে খাওয়ানো হবে শিশুদের। জেলা প্রকল্প আধিকারিক (আইসিডিএস) হীরক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত এটি ওই ব্লকে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হল। অন্য ব্লকেও ভবিষ্যতে একই পরিষেবা চালু করা যায় কি না সেটা সিউড়ি ১ ব্লকের ফলাফল দেখে জেলাপ্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি শিশুদের মায়েরা। এ দিন উপস্থিত সিউড়ির কালীপুর গ্রামের স্বাতী বাগদি, হিড়ডাঙাল গ্রামের ছায়া অঙ্কুর বললেন, “এমন উদ্যোগে শিশুদের পুষ্টিও হবে। স্বাদেও বদল আসবে। যেটা ভাল লাগবে বাচ্চাদের।”

child project suri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy