Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সরকারি কর্মীকে ছুরি মেরে টাকা ছিনতাই পাত্রসায়রে

খাজনা আদায় করে অফিসে জমা দিতে যাওয়ার পথে ভূমি সংস্কার দফতরের এক কর্মীকে ছুরি মেরে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার সকালে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ-কাকাটিয়া জঙ্গলের রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারে জখম হয়েছেন জগা লোহার নামে ওই কর্মী।

নিজস্ব সংবাদদাতা
পাত্রসায়র শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৪ ০০:৫৮
Share: Save:

খাজনা আদায় করে অফিসে জমা দিতে যাওয়ার পথে ভূমি সংস্কার দফতরের এক কর্মীকে ছুরি মেরে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার সকালে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ-কাকাটিয়া জঙ্গলের রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারে জখম হয়েছেন জগা লোহার নামে ওই কর্মী।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে পাত্রসায়রের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবদাস নস্কর থানায় ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেন। প্রকাশ্যে দিনের আলোয় এই ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পাত্রসায়র ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক আধিকারিক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, জগা লোহার নামে ওই কর্মী বীরসিংহ পঞ্চায়েত এলাকায় জমির খাজনা আদায় করেন। এ দিন সকালে জগাবাবু খাজনার আদায়কৃত টাকা, খাজনার দু’টি রশিদ বই নিয়ে সাইকেল চালিয়ে একাই বীরসিংহ থেকে পাত্রসায়রে আসছিলেন। জঙ্গলের রাস্তায় তিনজন দুষ্কৃতী তাঁকে আটকে মারধর করে বলে অভিযোগ। তাঁর বাঁ পায়ে ছুরি মারে দুষ্কৃতীরা। তারপর তারা জগাবাবুর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নিয়ে পালায়। তিনি বলেন, “আদায়কৃত খাজনার পরিমাণ ছিল প্রায় সাড়ে ছ’হাজার টাকা। পুরো টাকাই জগাবাবুর কাছ থেকে লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।”

জগাবাবুর কথায়, “সকাল সাড়ে আটটা নাগাদ সাইকেলে একাই পাত্রসায়রে আসছিলাম। বীরসিংহ থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে হঠাৎ গামছায় মুখঢাকা তিনজন রাস্তায় দাঁড়িয়ে আমাকে আটকায়। ওদের মধ্যে একজনের হাতে ছুরি ও অন্য দু’জনের হাতে লাঠি ছিল। কিছু বলার আগেই আমাকে লাঠি দিয়ে মারতে থাকে। পালানোর চেষ্টা করতেই একজন আমাকে রাস্তায় ফেলে ছুরি চালায়। এরপর ওরা আমার কাছ থেকে টাকা, খাজনার রশিদ-সহ একটি ব্যাগ কেড়ে নিয়ে জঙ্গলে ঢুকে যায়।” তিনি জানান, ঘটনাস্থল থেকেই তিনি ছেলের মোবাইলে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে স্থানীয় বাসিন্দারা এবং তাঁর ছেলে এসে তাঁকে উদ্ধার করে। তাঁকে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া বয়। পরে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় জগাবাবুকে।

পাত্রসায়র ব্লক ভূমি সংস্কার আধিকারিক দেবদাস নস্কর বলেন, “খাজনা আদায় করে জমা দিতে আসার পথে আমাদের দফতরের ওই কর্মীকে মারধর করে টাকা ছিনতাই করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।” পাত্রসায়র ব্লক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুচাঁদ দাস বলেন, “ইদানীং এলাকায় অপরাধমূলক কাজ বেড়ে গিয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরার জন্য আমরা পুলিশকে বলেছি।” পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তা দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE