Advertisement
E-Paper

উৎসবের মরসুম শুরুর আগে টানা বৃষ্টিতে রাস্তা বেহাল,বাংলা জুড়ে ৫৫২টি রাস্তায় জরুরি মেরামতির নির্দেশ পূর্ত দফতরের

পূর্ত দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই সারা বাংলায় ৫৫২টি রাস্তা চিহ্নিত করা হয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে মেরামতির প্রয়োজন রয়েছে। বেহাল রাস্তার জন্য এখনও পর্যন্ত ১,১০০টির বেশি অভিযোগ জমা পড়েছে পূর্ত দফতরে। সেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাস্তা মেরামতির তালিকা তৈরি হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৯:৫৬
PWD department makes a list of damage roads to repair that

প্রবল বৃষ্টিতে বেহাল দশা রাজ্যের প্রায় সব রাস্তার। —ফাইল চিত্র।

উৎসবের মরসুম শুরুর একমাস আগেই প্রবল বৃষ্টিতে বেহাল দশা রাজ্যের প্রায় সব রাজ্যের রাস্তার। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পূর্ত দফতর। বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ পাওয়ার পরেই খোঁজখবর নেওয়া শুরু করেন পূর্ত দফতরের আধিকারিকেরা। পূর্ত দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই সারা বাংলায় ৫৫২টি রাস্তা চিহ্নিত করা হয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে মেরামতির প্রয়োজন রয়েছে। খারাপ রাস্তার জন্য এখন পর্যন্ত ১,১০০টির বেশি অভিযোগ জমা পড়েছে পূর্ত দফতরে। সেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাস্তা মেরামতির তালিকা তৈরি হয়েছে।

পূর্ত দফতর সূত্রে খবর, খারাপ রাস্তার কারণে রাজ্যের মোট ২,৪০০ কিলোমিটার রাস্তায় স্বাভাবিক যাতায়াত প্রভাবিত হয়েছে। কলকাতার ব্যস্ততম বিটি রোড, ভিআইপি রোড ও ময়দানের ক্যাথেড্রাল রোড–এর মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও এর মধ্যে রয়েছে। তবে কলকাতার রাস্তার ক্ষেত্রে ভাগ রয়েছে, শহরের একটি অংশের রাস্তা যেমন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরসভার, তেমনই একটি অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি। আবার একটি অংশের দেখভাল করে পূর্ত দফতর। তাই কোন কোন রাস্তার দায়িত্ব তাদের, তা বুঝে নিয়ে কাজ শুরু করবে পূর্ত দফতর। উত্তর কলকাতার বনহুগলির এক বাসিন্দা জানান, বিটি রোডে সিঁথির মোড় থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট পর্যন্ত বড় ও ছোট বহু গর্ত তৈরি হয়েছে। গত মাসে আংশিক মেরামতি হলেও এখনও অনেক গর্ত রয়ে গেছে। তার উপর বর্ষায় তীব্র জল-জটের কারণে সমস্যার মাত্রা আরও বাড়ছে।

শুধু কলকাতা নয়, জেলাগুলির অবস্থাও সমান উদ্বেগজনক। পূর্ব বর্ধমান থেকে বীরভূমের শান্তিনিকেতন যাওয়ার কেতুগ্রাম ও কীর্ণাহারের রাস্তার অবস্থা বেশ খারাপ। কাটোয়া–বর্ধমান রাস্তাও সমান খারাপ অবস্থায় রয়েছে বলে অভিযোগ। অনেক জায়গায় রাস্তার পিচ বেরিয়ে গেছে, ফলে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে খানাখন্দে ভরে গিয়েছে। যেহেতু এই সব রাস্তায় মিডিয়ান ডিভাইডার নেই, তাই চলাচল করা গাড়িগুলি গর্ত এড়াতে বারবার বিপজ্জনক ভাবে অন্য লেনে ঢুকে যাচ্ছে। দ্রুত রাস্তা সারাই করে এমন বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্ত হতে চায় পূর্ত দফতর। পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের মতে, ভারী বৃষ্টির পর জল জমে থাকলে রাস্তার উপরের স্তরের বন্ধন দুর্বল হয়ে যায়। এর ফলে ফাটল ও গর্ত তৈরি হয়। সূত্রের খবর, কেবল অস্থায়ী মেরামতি করাই এখন সম্ভব। অনেক রাস্তায় পূর্ণাঙ্গ ও টেকসই মেরামতির কাজ বর্ষার পরেই শুরু হবে।

পূর্ত দফতর জানিয়েছে, এ বার গর্ত মেরামত ও নজরদারিতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। পূর্ত দফতরের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে গর্ত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে যে সব অভিযোগ বাসিন্দাদের কাছ থেকে আসছে। সাধারণ মানুষ ৯০৮৮৮২২১১১ নম্বরে ফোন করে খারাপ রাস্তার অভিযোগ জানাতে পারবেন। এটি একটি চ্যাটবট, যেখানে অভিযোগ জানানোর ধাপ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে।

PWD Road Repairing Road Renovation Durga Puja 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy