স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকার আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দরবার করলেন। শুক্রবার সকালে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্যেরা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। মঞ্চের সদস্য চিন্ময় মণ্ডল বলেন, মন্ত্রী জানিয়েছেন তিনি বিষয়টা সবই জানেন। কী করা যেতে পারে, তা দেখবেন। সুপ্রিম কোর্টের রায়ের ফলে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্যদের একাংশ বুধবার থেকে দিল্লির রামলীলা ময়দানে ধর্নায় বসেছিলেন।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দফতরে নিজেদের সমস্যার কথা জানিয়ে তাঁরা স্মারকলিপি জমা দিয়েছেন। শুক্রবার সকালে ৪৮ ঘণ্টার ধর্না শেষে তাঁরা ফের রাজ্যে ফিরে গিয়েছেন।অন্য দিকে শুক্রবারই সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ওএমআর শিট প্রকাশের দাবি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট আগেই ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি খারিজ করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল। আজ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, আর নতুন করে এই মামলা খোলার দরকার নেই। এতে জটিলতা বাড়বে। যোগ্য হয়েও চাকরিহারারা অবশ্য দিল্লিতে প্রশ্ন তুলেছেন, কেন তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)