Advertisement
E-Paper

অফিসারদের ‘সঠিক’ ভূমিকা দাবি

তালিকা সংশোধনের পর্বে সব ক’টি শনি-রবিবার বুথে দীর্ঘসময় থাকার কথা বিএলও-দের। অন্য দিনেও নির্দিষ্ট সময় বুথে বিএলও-দের থাকার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ০৫:৩৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী দফতরে হওয়া (সিইও) বৈঠকে ত্রুটিবিহীন ভোটার তালিকা এবং বিএলওদের ‘সঠিক’ ভূমিকা পালন সুনিশ্চিত করার দাবি করলেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। তা নিয়ে দলগুলির পরামর্শ, মত ও ভাবনা জানতে এ দিন বৈঠক ডেকেছিলেন সিইও আরিজ আফতাব। সেখানে ত্রুটিবিহীন ভোটার তালিকা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে দাবি জানায় তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-সহ সব দলই। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এক জন ভোটারও যাতে ভোটদান থেকে বঞ্চিত না হন। তা নিয়ে এখন থেকে পদক্ষেপ করতে হবে কমিশনকে।’’ সিপিএম নেতা রবীন দেবের দাবি, ‘‘ভুতুড়ে নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।’’

তালিকা সংশোধনের পর্বে সব ক’টি শনি-রবিবার বুথে দীর্ঘসময় থাকার কথা বিএলও-দের। অন্য দিনেও নির্দিষ্ট সময় বুথে বিএলও-দের থাকার কথা। অনেক ক্ষেত্রে তা হয় না বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ঋজু ঘোষালের। তাই এ ব্যাপারে জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার দাবি জানান তিনি। একই মত সিপিএম ও তৃণমূলের। বিএলও-দের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এ প্রসঙ্গে পার্থের বক্তব্য, ‘‘কমিশনের অধীনে কাজ করেন তাঁরা। তখন আর সরকারের ব্যাপার থাকে না। ’’

আরও পডুন: মমতা যেতে পারেন বাইডেনের আমেরিকায় ​

Election Officers Election Commission Political Party CEO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy