‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মাথায় রাজ্য সরকারের অবস্থান—আগামী বছর বিধানসভা ভোট ঘোষণা হওয়ার আগেই শেষ করে ফেলতে হবে সব কাজ। বুধবার এই অবস্থান সব জেলা প্রশাসন এবং দফতরের কর্তাদের স্পষ্ট করে দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রের বক্তব্য, গোটা প্রক্রিয়ায় যুক্ত রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও।
বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, এ বছর ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে ছোটখাটো সব কাজ শেষ করে ফেলতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে শেষ করে দিতে হবে বাকি সব কাজ। যে কাজের প্রস্তাব জমা পড়বে, তার অগ্রাধিকার স্থির করে ব্লক এবং পুরসভার আধিকারিকেরা খরচের হিসেব কষবেন। হবে সরকারি প্রক্রিয়াও (ভেটিং)। ছোট প্রকল্পগুলিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত স্থানীয় স্তরেই খরচ করা যাবে। তার বেশি খরচের প্রকল্পের দায়িত্ব দফতরের। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি নাগাদই হতে পারে ভোট ঘোষণা। তাই তার আগে কাজ শেষ করা গেলে আট হাজার কোটি টাকা খরচে জন-পরিষেবার দাবি নিয়ে ভোটের প্রচার শুরু করবে তৃণমূল।
নবান্ন জানিয়ে দিয়েছে, তিনটি বুথপিছু একটি করে শিবির হবে। দায়িত্ব সামলাবেন বিডিও, যুগ্ম-বিডিও, ডিএমডিসি-রা। একেকটি শিবিরে জনপ্রতিনিধিও (বিধায়ক, পঞ্চায়েত, পুরসভা, জেলাপরিষদের প্রধান বা নির্বাচিত প্রতিনিধি) থাকবেন। সাধারণের থেকে তিন জন করে ‘নিরপেক্ষ’ পর্যবেক্ষক নিয়োগ করতে হবে প্রত্যেক বৈঠকে। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে ‘নিরপেক্ষ’ সাধারণ মানুষেরা কোন পরিচয়ের হবেন, তা স্পষ্ট করতে পারেননি জেলা-কর্তাদের অনেকেই।
জানা যাচ্ছে, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ২ অগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে ছুটির দিন এবং রবিবারগুলি বাদ দিয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)