ঝড়বৃষ্টির কারণে রাজ্যে সেই হাঁসফাঁস গরম আর নেই। দক্ষিণবঙ্গবাসী অনেকটাই স্বস্তি পেয়েছেন। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে ঝড়বৃষ্টি। সে কারণে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আগামী সপ্তাহ থেকে আবার বৃদ্ধি পাবে গরম।
বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। কলকাতায় বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের বৃষ্টির পরে বৃহস্পতিবার সকালে শহরের আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। তবে সারা দিন আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবারের পরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় চলতে পারে হালকা বৃষ্টি। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহবিদেরা।
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আগামী কয়েক দিন সেখানে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না।