রাতের দিকে কোনও কোনও এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও সকাল থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। পূর্বাভাস থাকলেও ঝড়বৃষ্টির দেখা তেমন মেলেনি। তবে দক্ষিণবঙ্গবাসীকে আশ্বস্ত করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। এই ঝড়বৃষ্টির ফলে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির জন্য এই সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে দক্ষিণের সব জেলায়। তার পরেও ঝড়বৃষ্টি চলবে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণে তাপমাত্রার হেরফের হবে না। রবিবার থেকে পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবার কলকাতার আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। বিকেলের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গের আট জেলাতেও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। তবে মঙ্গলবারের পর থেকে সতর্কতা জারি করার পরিস্থিতি তৈরি হয়নি। দক্ষিণের মতো উত্তরেও রবিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।