পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের উপকূল এলাকাগুলিতে। মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের পর থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে সাগরদ্বীপ, ক্যানিং, গোসাবা প্রভৃতি এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। ক্রমেই স্থলভাগের গভীরে আরও ঢুকছে মেঘ। ফলে দুপুরের মধ্যেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। বেলা যত গড়াবে বৃষ্টির তীব্রতা তত বাড়বে বলেই পূর্বাভাস। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।