শরতের রোদে মাঝেমধ্যেই বাদ সাধছে কালো মেঘ। ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। দুর্গাপুজোর মাসেও কলকাতায় বৃষ্টিতে বিরাম নেই। আলিপুর আবহাওয়া দফতর এ বিষয়ে খুব একটা আশার কথা শোনাতে পারছে না। আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই। তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা শুক্রবার কলকাতায় নেই। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কম থাকবে। তবে সোমবার থেকে আবার বাড়বে সম্ভাবনা। সোমবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবারের পর আপাতত আর কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে আরও কিছু দিন। শুক্রবার এবং শনিবার উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিঙেও সেই সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কোচবিহারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত আবহাওয়ার সতর্কতা কিছু নেই।
ঝড়বৃষ্টির কারণে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।