দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণ-কাণ্ড সামনে আসার পরেই তৃণমূল ছাত্র পরিষদের অন্দরের কয়েক জন 'দাদা' প্রসঙ্গে সরব হয়েছিলেন সংগঠনের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার। তাঁর বিকৃত ও ভুয়ো ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে এ বার সোনারপুর থানা ও লালবাজারের সাইবার অপরাধ শাখায় ই-মেলের মাধ্যমে অভিযোগ করলেন রাজন্যা। তিনি আগেই দাবি করেছিলেন, তাঁর বিকৃত ছবি 'দাদা'রা জুনিয়রদের মোবাইলে পাঠিয়েছেন। এ বার পুলিশে অভিযোগ করে রাজন্যা বলেছেন, "ফোটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমার কিছু বিকৃত ছবি নানা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে জানাক, ছবিগুলি ভুয়ো। পুলিশকে সন্দেহভাজনদের কথা জানিয়েছি। তাঁরা তৃণমূল, বিজেপি, কংগ্রেস, না কি সিপিএমের, এটা কোনও কথা নয়। তাঁরা এখনও অধরা, সেটাই বড় কথা।" দলকে তিনি সন্দেহভাজনদের তালিকা আগে দিয়েছিলেন বলেও দাবি করেছেন রাজন্যা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)