তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ২১ জুলাইয়ের ধর্মতলার সমাবেশের সমর্থনে আজ, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে প্রথমবার সাংসদ শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ উপস্থিতিতে সভার আয়োজন করা হয়েছে। পাঁশকুড়া শহরের পিডব্লিউডি ময়দানের এই সভায় সারা জেলা থেকেই দলের কর্মী সমর্থকরা আসবেন। দুপুর ১২ টা নাগাদ সভা শুরুর কথা রয়েছে।
চলতি বছরের ৫ জানুয়ারি চণ্ডীপুরে তৃণমূল যুব কংগ্রেসের সভায় ভাষণ দেওয়ার সময় প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরেছিলেন দেবাশিস আচার্য নামে এক যুবক। এরপর তৃণমূল কর্মীরা ওই যুবককে বেদম মারধর করে। শেষ পর্যন্ত ওই সভা ভেস্তে যায়। আর ওই দিনের ঘটনা থেকেই শিক্ষা নিয়ে পাঁশকুড়ার সভার নিরাপত্তার জন্য বেশ নড়েচড়ে বসেছে পুলিশ–প্রশাসন। অভিষেক ও শুভেন্দুর সভার জন্য এ বার আগের থেকে অনেক বেশি কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার আলোক রাজোরিয়া বলেন, ‘‘এ বার পাঁশকুড়ার সভার জন্য কিছু বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের সভায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকছে।’’
কেমন সেই ব্যবস্থা?