ফের লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় অতি বিরল প্রজাতির গ্রিন পিট ভাইপার সাপ। এ বার জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম থেকে উদ্ধার হল। শুক্রবার সকালে মাগুরমারি গ্রামের কৃষক ফজলুল হক সাপটিকে প্রথম দেখতে পান। খেতের মধ্যে একটি ঝোপে সাপটি ছিল। ওই সাপটিকে দেখামাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের সকলেই প্রথমে সাপটিকে দেখে লাউডগা ভেবে ভুল করেন। খবর দেওয়া হয় সর্পবিষারদ মিন্টু চৌধুরীকে। খবর পেয়েই গ্রামে যান তিনি।
সাপটিকে দেখে তিনি গ্রামবাসীদের সেখান থেকে দূরে সরিয়ে দেন। সকলকে জানান, সাপটি দেখতে সবুজ হলেও এটি লাউডগা সাপ নয়। এটা আসলে বিষধর গ্রিন পিট ভাইপার যাকে বাংলায় সবুজ বোড়া নলা হয়। সাপটি লম্বায় আড়াই ফুট, দেখতে সবুজ রঙের লাউডগা সাপের তুলনায় অনেক বড়। এরা সাধারণত চা-বাগান ও পাহাড়ি এলাকায় থাকে। সাপটি কী করে ওই গ্রামে এল, তা চিন্তায় ফেলেছে সর্পবিশারদ থেকে পরিবেশপ্রেমীদের।
১৯৯৯ সালে গরুমারা জাতীয় উদ্যানে সাপ সমীক্ষার সময় এই গ্রিন পিট ভাইপার সাপের দেখা মিলেছিল। ২০০৫ সালে জলদাপাড়া জাতীয় উদ্যানে সাপ সমীক্ষা চলাকালীন ফের দেখা মিলে গ্রিন পিট ভাইপার ও ইয়েলো পিট ভাইপারের। উত্তরবঙ্গের চার জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায় এদের দেখা মিলে। বনাধিকারিকরা জানান এই সাপটি বর্তমানে অতি বিরল এবং লুপ্তপ্রায়।
আরও পড়ুন: পিলিন, হুদহুদ এসেছিল অক্টোবরেই, এবার পুজোয় কী হবে?
সাপটিকে উদ্ধার করে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়্যাডের হাতে তুলে দেওয়া হয়। পরে সাপটিকে মরাঘাটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
(মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)