সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফের অনেকগুলি নিয়োগের প্রস্তাব সবুজ সঙ্কেত পেয়েছে। পাশাপাশি, আগামী আর্থিক বছরের জন্য (২০২৫-২৬) রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা।
প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৬০টি নতুন পদে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র, নারী-শিশুকল্যাণ এবং বিচার দফতরের অধীনে সেই নিয়োগগুলি হবে। এর পাশাপাশি, রাজ্য পরিবহণ নিগমের অধীনে ৮৭৮টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সরকারি বাস কন্ডাক্টরের ওই পদগুলিতে অস্থায়ী ভাবে নিয়োগ করবে সরকার। প্রসঙ্গত, অতীতের বৈঠকগুলিতেও স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে অতীতে অর্থ দফতরকে পদ্ধতি সরলীকরণের নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের দাবি, এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা— সরস্বতী পুজোয় এলাকায় এলাকায় নজর রাখতে হবে মন্ত্রীদের। কোনও সমস্যা যাতে না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের নির্দেশও দিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)