Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Eastern Railway

Kolkata Rain: জলের নীচে হাওড়া, শিয়ালদহের কারশেড, বাতিল বহু ট্রেন, বদল তিনটি ট্রেনের সময়েও

বুধবার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৭
Share: Save:

বৃষ্টিতে হাওড়া এবং শিয়ালদহ শাখার কারশেডে জল জমায় বেশ কিছু ট্রেনের সময়সূচি বদলানো হল। বুধবার সব মিলিয়ে আটটি ট্রেন বাতিল করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে তিনটি ট্রেনের। পরিবর্তিত সময়সূচির ট্রেন গুলির অধিকাংশই দূরপাল্লার স্পেশ্যাল ট্রেন।

বুধবার রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে বৃষ্টিতে এখনও জল জমে রয়েছে শিয়ালদহ শাখার কলকাতা স্টেশনে। হাওড়া শাখার টিকিয়াপাড়া ইয়ার্ড, ইএমইউ কারশেড এবং ঝিল সাইডিংয়েও জমা জল এখনও নামেনি। তার জন্যই ট্রেনের সময়সূচি বদলের সিদ্ধান্ত। আপাতত শুধু বুধবার অর্থাৎ ২২ সেপ্টেম্বরেই ট্রেনের সময়সূচি বদলের কথা জানিয়েছে রেল। জেনে নিন কোন কোন ট্রেনের সময় বদলাল—

বাতিল হয়েছে

০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশ্যাল

০৩১১৮ লালগোলা-কলকাতা স্পেশ্যাল

০৩১৩৮ আজমগড়-কলকাতা স্পেশ্যাল

০৫০৪৮ গোরক্ষপুর-কলকাতা স্পেশ্যাল

০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা স্পেশ্যাল

০৩১৬২ বালুরঘাট-কলকাতা স্পেশ্যাল

০২২৬২ হলদিবাড়ি-কলকাতা স্পেশ্যাল

০০৩২৭ হাওড়া-আগরতলা স্পেশ্যাল

সময় পরিবর্তন হয়েছে

০২৩১৯ কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট স্পেশ্যাল দুপুর ১টা ১০-এর বদলে সন্ধে ৬টায়

০৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই স্পেশ্যাল বেলা ১১টা ৪৫-এর বদলে দুপুর ২টোয়

০৩০১১ হাওড়া-মালদা টাউন স্পেশ্যাল দুপুর ৩টে ২৫-এর বদলে ছাড়বে বিকেল সাড়ে ৪টেয়

যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশও করেছে রেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eastern Railway Carshed Waterlogged
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE