বৃষ্টিতে হাওড়া এবং শিয়ালদহ শাখার কারশেডে জল জমায় বেশ কিছু ট্রেনের সময়সূচি বদলানো হল। বুধবার সব মিলিয়ে আটটি ট্রেন বাতিল করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে তিনটি ট্রেনের। পরিবর্তিত সময়সূচির ট্রেন গুলির অধিকাংশই দূরপাল্লার স্পেশ্যাল ট্রেন।
বুধবার রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে বৃষ্টিতে এখনও জল জমে রয়েছে শিয়ালদহ শাখার কলকাতা স্টেশনে। হাওড়া শাখার টিকিয়াপাড়া ইয়ার্ড, ইএমইউ কারশেড এবং ঝিল সাইডিংয়েও জমা জল এখনও নামেনি। তার জন্যই ট্রেনের সময়সূচি বদলের সিদ্ধান্ত। আপাতত শুধু বুধবার অর্থাৎ ২২ সেপ্টেম্বরেই ট্রেনের সময়সূচি বদলের কথা জানিয়েছে রেল। জেনে নিন কোন কোন ট্রেনের সময় বদলাল—
বাতিল হয়েছে
০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশ্যাল