অ্যাপোলো হাসপাতালে সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিতে আরও ২৪ ঘণ্টা সময় চাইল স্বাস্থ্য দফতরের তিন সদস্যের তদন্ত কমিটি। বৃহস্পতিবার ওই রিপোর্ট পেশের কথা ছিল। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী বলেন, ‘‘তদন্তে কিছু ফাঁক রয়েছে। সব খতিয়ে দেখে সম্পূর্ণ রিপোর্ট পেশ হবে।’’ আজ, শুক্রবার ওই রিপোর্ট পেশ হতে পারে বলে সূত্রের খবর।
এ দিন সন্ধ্যায় নবান্ন ছাড়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কমিটি স্বাস্থ্য দফতরকে রিপোর্ট দেবে। ওরাই দেখবে।’’
সঞ্জয়ের মৃত্যু নিয়ে স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেয়। তাদের দাবি, তদন্তে অ্যাপোলোর গাফিলতি প্রমাণিত। ওই দিনই স্বাস্থ্যসচিব রাজেন্দ্র শুক্ল নবান্নে ঘোষণা করেছিলেন, কার গাফিলতি কত, তা নির্দিষ্ট করতে স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে কমিটি গঠন হবে। স্বাস্থ্য অধিকর্তা ছাড়াও কমিটিতে রয়েছেন এসএসকেএমের গ্যাসট্রোএন্টেরোলজি-র প্রধান গোপালকৃষ্ণ ঢালি ও সার্জারি-র মাখনলাল সাহা। ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের রিপোর্ট জমার কথা ছিল।