দ্বাদশ শ্রেণির তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরুর সময় পাল্টানোর দাবি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চিঠি লিখলেন একাধিক প্রধানশিক্ষক। প্রসঙ্গত, তৃতীয় সিমেস্টারের প্রতিটি পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০টায়। এ বার যে হেতু তৃতীয় ও চতুর্থ সিমেস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন, তাই তৃতীয় সিমেস্টারের গুরুত্ব খুবই বেশি।স্বাভাবিক ভাবেই, সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে দূরের পরীক্ষার্থীদের অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হবে। অভিভাবকদের মতে, এমনিতেই ভরা বর্ষায় তৃতীয় সিমেস্টার হচ্ছে। তার উপরে পরীক্ষার দিন বৃষ্টি হলে সময় মতো পৌঁছতে অসুবিধা হবে। শুধু তা-ই নয়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ দিয়েছে, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পদাধিকারীদের সকাল সাড়ে ৭টা- ৮টার মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। ভারী বৃষ্টি হলে তাঁরাই বা সময় মতো কী ভাবে আসবেন, সেই প্রশ্নও উঠছে।
সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেখানে প্রশ্নপত্র থাকবে, সেখানে সেন্টার ইন-চার্জ এবং সেন্টার সেক্রেটারিকে সকাল৭টার মধ্যে পৌঁছতে হবে। পরীক্ষকদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে সাড়ে ৮টার মধ্যে। পরীক্ষার্থীদের আসতে হবে সকাল ৯টার মধ্যে। ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক চন্দন গড়াই বলেন, ‘‘তৃতীয় সিমেস্টার ১০টায় শুরু হয়ে শেষ হবে সওয়া ১১টায়। তা হলে এত সকালে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে? ১০টার জায়গায় ১১টায় পরীক্ষা শুরু করলেই সমস্যা হয় না। তৃতীয়সিমেস্টারের সঙ্গে প্রথম সিমেস্টার হবে ঠিকই, কিন্তু সব কেন্দ্রে একসঙ্গে দু’টি পরীক্ষা হবে না। যে সব কেন্দ্রে দুই পরীক্ষা একসঙ্গে হবে, সেখানে প্রথম সিমেস্টার দুপুর ১টায় শুরু করা যেতে পারে।’’ ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র মতে, পরীক্ষা শুরু হোক ১১টা বা ১২টায়। এতে পরীক্ষার্থী থেকে শুরু করে পরীক্ষার সঙ্গে জড়িত সকলের সুবিধা হবে। এই নিয়ে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছে বলেও জানিয়েছে ওই সংগঠন।
যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই পরীক্ষার সময় ঠিক করা হয়েছে। নির্বাচনকমিশনের নির্দেশে, বিএলআরও-র কাজের জন্য অনেক শিক্ষককে চলে যেতে হচ্ছে। পরীক্ষা আগে শেষ হয়ে গেলে সেই শিক্ষকেরা সব মিটিয়ে ঠিক সময়ে বিএলআরও-র কাজেও যেতে পারবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)