Advertisement
১৯ এপ্রিল ২০২৪
train

Train Service: ফের শুরু বর্ধমান-হাতিয়া, আসানসোল-পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা

বর্ধমান-হাতিয়া প্যাসেঞ্জার ট্রেনটি সকাল সাড়ে ৬টায় বর্ধমান থেকে ছাড়বে। আসানসোল-পুরুলিয়া প্যাসেঞ্জার আসানসোল থেকে ছাড়বে সকাল ১০টা ৫০ মিনিটে।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৭:৪৮
Share: Save:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বর্ধমান থেকে রাঁচির হাতিয়া এবং আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার দু’টি প্যাসেঞ্জার ট্রেন চালু করলেন রেলওয়ে কর্তৃপক্ষ। এর জেরে খুশি নিত্যযাত্রীরা। লকডাউনের পর বন্ধ হওয়া এই ট্রেন দু’টি চালুর জন্য গত কয়েক মাস দাবি জানাচ্ছিলেন তাঁরা। অবশেষে সেই দাবি মেনে পুরনো সময়সারণিতেই বুধবার থেকে পরিষেবা শুরু হল এই দু’টি ট্রেনের।

বর্ধমান-হাতিয়া প্যাসেঞ্জার ট্রেনটি সকাল সাড়ে ৬টায় বর্ধমান থেকে ছাড়বে। আসানসোল-পুরুলিয়া প্যাসেঞ্জার আসানসোল থেকে ছাড়বে সকাল ১০টা ৫০ মিনিটে।

এই ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। ব্যাঙ্ককর্মী বিভাস লাহা বলেছেন, ‘‘এই ট্রেন চালু হওয়ায় আমাদের অফিসে যেতে খুবই সুবিধা হবে।" আর এক নিত্যযাত্রী মলয় বিট বলেছেন, ‘‘আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে কারখানার শ্রমিকদের যাওয়ার জন্য এই ট্রেনগুলি খুবই সহায়ক। ট্রেন দু’টি বন্ধ থাকায় তাঁদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সে কারণেই ট্রেন চালু করার জন্য আমরা বার বার রেলের কাছে অনুরোধ করেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

train Train Service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE