ঘরে ফিরলেন রিচা ঘোষ। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন বিশ্বকাপজয়ী বাংলার ক্রিকেটার। সেখানে ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান প্রচুর মানুষ। বিমানবন্দর থেকে হুডখোলা জিপে চড়ে শিলিগুড়়ি ফিরলেন তিনি। পথে বিপুল জনসমাগম দেখে রিচা বললেন, ‘‘খুব ভাল লাগছে!’’
আপাতত এক দিনের জন্যেই শিলিগুড়িতে ফিরলেন রিচা। ইতিমধ্যে হোর্ডিং, ব্যানারে সাজিয়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার বিভিন্ন সংগঠনের তরফে তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিচার বাড়ি যাওয়ার কথা মেয়র গৌতম দেবের। পরে দুপুরে বাঘাযতীন পার্কে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে।
রিচার বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার। এই রাস্তা জুড়ে লাল গালিচা পেতেছে পুরনিগম। রাস্তার দুই ধারে স্থানীয় মহিলা ক্রিকেটারেরা থাকবেন। তাঁরা ব্যাট তুলে রিচাকে গার্ড অফ অনার দেবেন। বাঘাযতীন পার্কে প্রথমে শিলিগুড়ি পুরনিগম এবং পরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ রিচাকে সংবর্ধনা দেবে।
বাড়িতে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে রিচার জন্য। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনির বানিয়েছেন তাঁর মা। থাকবে তাঁর প্রিয় মিষ্টিও। বাঘাযতীন পার্কের সংবর্ধনার পর রিচা বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যাবেন। সেখানেই তিনি ক্রিকেট খেলতে যেতেন। শনিবার কলকাতায় রিচার জন্য পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।