Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঋতুপর্ণা বিজেপি প্রার্থী? জল্পনায় জল ঢাললেন নায়িকাই

এ বার কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি-র প্রার্থী হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত? বুধবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরুর আগে বিজেপি-র তরফেই উস্‌কে দেওয়া হয় এই জল্পনা। রটিয়ে দেওয়া হয়, এ বার বিজেপি-র প্রার্থী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ঋতুপর্ণার। যদিও ঋতুপর্ণার সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টিই উড়িয়ে দেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ১৮:৫১
Share: Save:

এ বার কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি-র প্রার্থী হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত?

বুধবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরুর আগে বিজেপি-র তরফেই উস্‌কে দেওয়া হয় এই জল্পনা। রটিয়ে দেওয়া হয়, এ বার বিজেপি-র প্রার্থী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ঋতুপর্ণার। যদিও ঋতুপর্ণার সঙ্গে পরে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টিই উড়িয়ে দেন। বলেন, ‘‘কে এ সব বলে বেড়াচ্ছে? একেবারেই অর্থহীন। আগেও এমন রটনা হয়েছিল। তারও কোনও ভিত্তি ছিল না। এ বারও নেই।’’

দিল্লিতে বুধবার বিজেপি-র কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হওয়ার আগে ঋতুপর্ণার নামটি নিয়ে ফিসফাস শুরু হয়ে যায়। গত বারও ঋতুপর্ণাকে প্রার্থী করার জন্য বিজেপি-র তরফে জোর চেষ্টা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত ঋতুপর্ণা গত বিধানসভা ভোটে বিজেপি-র প্রার্থী হননি। বিজেপি-রই একটি সূত্রের দাবি, ঋতুপর্ণার এ বার প্রার্থী হওয়ার সম্ভাবনা যথেষ্টই জোরালো।

মূলত, ‘তারা’দের সামনে রেখেই এ বার পশ্চিমবঙ্গে ভোটের বাজারে সাড়া ফেলতে চাইছে বিজেপি!

আর সে ক্ষেত্রে বিজেপি-র অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে নেতাজির পরিবারই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসুকে প্রার্থী করছে বিজেপি।

আরও পড়ুন- কংগ্রেসের ৭৫, হোঁচট সামলাতে দৌত্য দিল্লিতে

দলীয় সূত্রের খবর, সরাসরি না বলা হলেও, চন্দ্রবাবুকেই বিজেপি-র তরফে ‘মুখ্যমন্ত্রী পদ-প্রার্থী’ হিসেবে তুলে ধরা হচ্ছে। ওই নাম ঘোষণার আগে দলের সভাপতি অমিত শাহ ও পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়ের মধ্যে এক দফা বৈঠকও হয়। চন্দ্রবাবু ছাড়াও এ বার পশ্চিমবঙ্গে বেশ কিছু তারকাকে প্রার্থী করছে বিজেপি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও প্রার্থী করার তোড়জোড় চলছে। এ ছাড়াও গত ভোটে যে তারকা প্রার্থীরা বিজেপি-র টিকিট পেয়েছিলেন, সেই রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় ও জয় বন্দ্যোপাধ্যায় এ বারও প্রার্থী হচ্ছেন। দলের পয়লা দফার প্রার্থীতালিকা প্রকাশ করা হবে বুধবার রাতেই।

পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দলের প্রার্থীতালিকা চূড়ান্ত করতে বুধবার সন্ধ্যায় শুরু হয় বিজেপি-র কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেই বৈঠক শুরুর দেড় ঘণ্টা আগেই এ দিন নজিরবিহীন ভাবে দিল্লিতে চন্দ্রবাবুর নাম ঘোষণা করে দেওয়া হয়। আর সেই নামটি ঘোষণা করানো হয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে দিয়ে। বিজেপি সূত্রের খবর, বাংলায় কথা বলতে পারদর্শী বলেই চন্দ্রবাবুর নামটি ঘোষণা করানো হয়েছে স্মৃতিকে দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE