সরকারি নির্দেশ না-মেনে সভা-সমিতি আয়োজন, অবৈধ জমায়েতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, দলের নেতা অশোক ঘোষ, দেবাশিস মুখোপাধ্যায়কে জামিন দিল আদালত। কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আত্মসমর্পণ করে সোমবার জামিন পেয়েছেন তিন নেতা। তাঁদের আইনজীবী ইয়াসিন রহমান বলেছেন, “৩০০ টাকা করে বন্ডে তিন জনকে জামিন দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।” গত ২০২০ সালে আরএসপি-র একটি রাজনৈতিক কর্মসূচির জন্য ওই তিন নেতা-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হেয়ার স্ট্রিট থানা। পাঁচ জনকেই পলাতক দেখিয়ে চার্জশিট দিয়েছে পুলিশ। আরএসপি-র বক্তব্য, কোভিড-কালে সহজলভ্য রেশন, যথাযথ চিকিৎসা পরিষেবার দাবিকে সামনে রেখে ধর্মতলা চত্বরে জমায়েত করেছিল দল। শুধু এই কারণেই নেতৃত্বের বিরুদ্ধে সাড়ে চার বছর পরে কলকাতা পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)