মূল্যবৃদ্ধির বাজারে যুব সম্প্রদায়ের জন্য মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা স্থায়ী রোজগার, কৃষিভিত্তিক শিল্পায়ন, সরকারি দফতরে শূন্যপদে স্থায়ী ও স্বচ্ছ নিয়োগের মতো বিভিন্ন দাবিতে আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফের কোচবিহার থেকে ‘অধিকার যাত্রা’ শেষ হচ্ছে কলকাতায়। কলেজ স্কোয়ারে আজ, সোমবার যাত্রা শেষে সমাবেশে বক্তৃতা করার কথা আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন, দলের নেতা সুভাষ নস্কর, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখের। গত ৩১ অগস্ট কোচবিহারের তুফানগঞ্জ থেকে ‘মানছি না রাষ্ট্রের অবিচার, ছিনিয়ে আনব অধিকার’, এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল। উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৬টি জেলার প্রায় ২৫০০ কিলোমিটার পথ জুড়ে এই পদযাত্রা হয়েছে। নৈহাটিতে পদযাত্রায় যোগদানকারীদের সংবর্ধনা জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়। আরওয়াইএফের রাজ্য সম্পাদক আদিত্য জোতদারের বক্তব্য, “দেশ এবং রাজ্যের পরিস্থিতি উত্তাল। যুব-সমাজের মনে নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যাপক কর্মহীনতা, কর্মসঙ্কোচনের কারণে যুব-সম্প্রদায় ব্যাপক সমস্যায় রয়েছে। এই সবের বিরুদ্ধেই আমাদের আন্দোলন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)