Advertisement
E-Paper

বাম আন্দোলন তীব্র করার ডাক আরএসপি-র

আরএসপি-র কলকাতা জেলা সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, গঠিত হয়েছে ৫১ জনের জেলা কমিটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৭:০০
বাম ঐক্য এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান।

বাম ঐক্য এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান। ফাইল চিত্র।

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ‘জনবিরোধী নীতি’র বিরুদ্ধে বাম ঐক্য এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান উঠে এল আরএসপি-র কলকাতা জেলা সম্মেলনে। দু’দিনের সম্মেলনে দেশব্যাপী ধর্মীয় সন্ত্রাস, সঙ্ঘ পরিবারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ও নারী নির্যাতনের প্রতিরোধে বাম ও গণতান্ত্রিক আন্দোলন তীব্র করার লক্ষ্যে প্রস্তাব গৃহীত হয়েছে। আরএসপি-র কলকাতা জেলা সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, গঠিত হয়েছে ৫১ জনের জেলা কমিটি। লোকায়ত সভাগৃহে (ক্রান্তি প্রেস) সম্মেলনের উদ্বোধন করে আরএসপি-র কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক ঘোষ বলেন, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে রাজ্যে অন্যায়, দুর্নীতি বেড়েই চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির পর্যালোচনা করেন দলের সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য।

RSP Protest Left
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy