Advertisement
E-Paper

বেতন বাড়ল পঞ্চায়েতের চুক্তিকর্মীদের

ভোট-আবহে শাসক দলের পক্ষে সরকারের কর্মীদের সাম্মানিক বাড়ানোর পদক্ষেপকে ইতিবাচক বলেই মনে করছে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

চন্দ্রপ্রভ ভট্টাচার্য ও প্রদীপ্তকান্তি ঘোষ

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৩:৫২
প্রশাসনিক শিবিরের ব্যাখ্যা, চুক্তিতে নিযুক্ত ওই সব কর্মীর মাধ্যমেই ১০০ দিনের কাজের প্রকল্প পরিচালিত হয়।

প্রশাসনিক শিবিরের ব্যাখ্যা, চুক্তিতে নিযুক্ত ওই সব কর্মীর মাধ্যমেই ১০০ দিনের কাজের প্রকল্প পরিচালিত হয়।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে ১০ মার্চ। তার ঠিক আগের দিন, ৯ মার্চ পঞ্চায়েত দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বাড়ানোর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। বিশেষ করে যাঁরা ১০০ দিনের কাজ প্রকল্পের সঙ্গে যুক্ত, সর্বস্তরের সেই চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে চার থেকে সাত হাজার টাকা পর্যন্ত। ভোট-আবহে শাসক দলের পক্ষে সরকারের এই পদক্ষেপ ইতিবাচক বলেই মনে করছে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

প্রশাসনিক শিবিরের ব্যাখ্যা, চুক্তিতে নিযুক্ত ওই সব কর্মীর মাধ্যমেই ১০০ দিনের কাজের প্রকল্প পরিচালিত হয়। সারা রাজ্যে এই ধরনের কর্মীর সংখ্যা কয়েক হাজার। রাজ্যে অত্যন্ত সাফল্যের সঙ্গেই এই প্রকল্পের কাজ হয়েছে এবং হয়ে চলেছে বলে সরকারের দাবি। বহু মানুষ সরাসরি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শাসক দলের কর্মচারী সংগঠনের দাবি, গ্রামীণ এলাকায় এর প্রচার ভোট-আবহে ইতিবাচক প্রভাব ফেলবে। সংগঠনের মেন্টর গ্রুপের অন্যতম নেতা মনোজ চক্রবর্তী বলেন, ‘‘রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত। গ্রামীণ ভোটে এই সিদ্ধান্ত শাসক দলের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করবে। কারণ, গ্রামাঞ্চলের উন্নয়নে এই কর্মীদের অবদান অনস্বীকার্য। এতে বহু মানুষ উপকৃত হবেন।’’

৯ মার্চ প্রকাশিত নির্দেশিকার ভিত্তিতে ২০টি স্তরের চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বেড়েছে। ১ মার্চ থেকেই তা কার্যকর হওয়ার কথা। রাজ্য স্তরের এমআইএস কনসালট্যান্ট, ডেটাবেস ম্যানেজার এবং ইএফএমএস কো-অর্ডিনেটরদের সাম্মানিক ছিল ২৭ হাজার ২৫০ টাকা। এক ধাক্কায় তা বেড়ে হয়েছে ৩৫ হাজার। রাজ্য স্তরের কো-অর্ডিনেটরদের (আইইসি এবং প্রশিক্ষণ) সাম্মানিক ছিল ২৬,১৬০ টাকা। তা বেড়ে হয়েছে ৩২ হাজার। রাজ্য স্তরের জুনিয়র কমিউনিকেশন কো-অর্ডিনেটরেরা আগে পেতেন ২১,৮০০ টাকা, এ বার পাবেন ২৭ হাজার। রাজ্য স্তরের কম্পিউটার অ্যাসিস্ট্যান্টদের সাম্মানিক ছিল ১১,৯৯০ টাকা। তা হল ১৬ হাজার।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জেলা স্তরে প্রোগ্রাম ম্যানেজারেরা এত দিন পেতেন ২২,৮৯০ টাকা, এ বার পাবেন ৩২ হাজার। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজারদের সাম্মানিক ১৮,৫৩০ থেকে বেড়ে হল ২৫ হাজার টাকা। প্রোগ্রাম ম্যানেজার (অ্যাকাউন্টস) এবং ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ট্রেনিং)-এরা পেতেন ১৯,৬২০ টাকা, এ বার পাবেন ২৮ হাজার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সাম্মানিক ৩০,৩৭০ টাকা থেকে হল ৩৬ হাজার। ১৯,৬২০ টাকা পেতেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা, এ বার পাবেন ২৫ হাজার। টেকনিক্যাল অফিসারদের সাম্মানিক ১৭,৪৪০ থেকে বেড়ে হল ২৫ হাজার টাকা।

ব্লক স্তরে ১৯,৬২০ টাকা পেতেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা, এ বার পাবেন ২৫ হাজার টাকা। কম্পিউটার অ্যাসিস্ট্যান্টদের সাম্মানিক ১১,৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ হাজার। জুনিয়র প্রোগ্রাম অফিসারেরা পেতেন ১৭,৪৪০ টাকা, এ বার পাবেন ২২ হাজার। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টদের সাম্মানিক ১১,৯০০ থেকে বেড়ে হল ১৬ হাজার টাকা। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম রোজগার সহায়কেরা পেতেন ৮,৭২০ টাকা, এ বার পাবেন ১২ হাজার। গ্রাম স্তরের অন্ত্রেপ্রেনরদের সাম্মানিক ৭৫০০ থেকে বেড়ে হয়েছে ১০ হাজার টাকা। প্রশিক্ষিত টেকনিক্যাল পার্সন পদের কর্মীদের সাম্মানিক দেওয়া হত ১৩,২০০ টাকা। এ বার তাঁরা পাবেন ১৫ হাজার টাকা।

Panchayat Salary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy