Advertisement
১৩ সেপ্টেম্বর ২০২৪
Sealdah Section

শনিবার রাত থেকেই বাতিল শিয়ালদহ বিভাগের বহু ট্রেন, রবিবারও যাত্রী দুর্ভোগের আশঙ্কা, কী বলছে রেল

রেলের আরও তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা এবং তাঁরা যাতে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন, সে কারণেই রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

Saturday and Sunday many train cancelled due to maintenance work at Dum Dum

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ২০:৫৫
Share: Save:

আবারও শিয়ালদহ বিভাগে যাত্রী ভোগান্তির আশঙ্কা। শনিবার রাত থেকেই বাতিল ওই বিভাগের বহু লোকাল। রবিবার ভোর থেকেও বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। শুধু তা-ই নয়, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কেন ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে, এই প্রসঙ্গে রেল জানিয়েছে, শনিবার রাতে দমদম জংশনের ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। রবিবার সকালেও ওই লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে। যার ফলে বাতিল করা হয়েছে কিছু লোকাল। প্রভাব পড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সূচিতেও। রেলের আরও তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা এবং তাঁরা যাতে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন, সে কারণেই এই লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-ডানকুনি শাখায় শনিবার আপ এবং ডাউনের শেষ ট্রেন চলবে না। পাশাপাশি, রবিবার বাতিল হচ্ছে আপ শিয়ালদহ-বনগাঁ (৩৩৮১১), ডাউন বনগাঁ-শিয়ালদহ (৩৩৮১৭, ৩৩৮৩৪, ৩৩৮২৬), আপ শিয়ালদহ-হাসনাবাদ (৩৩৬৫১), ডাউন হাসনাবাদ-শিয়ালদহ (৩৩৬৫২), আপ শিয়ালদহ-ডানকুনি (৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭), ডাউন শিয়ালদহ-দত্তপুকুর (৩৩৬১২, ৩৩৬১৬), আপ বারাসত-দত্তপুকুর (৩৩৩৫৭), আপ শিয়ালদহ-বারাসত (৩৩৪৩১), ডাউন বারাসত-শিয়ালদহ (৩৩৪৩২), ডাউন শিয়ালদহ-নৈহাটি (৩১৪২২), আপ বিবাদি বাগ-শিয়ালদহ (৩৪১১৭) লোকাল।

বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার ৩৩৮৬০ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে যাত্রাপথ শেষ করবে বারাসতে। ৩৩৮৬৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে। রবিবারও কিছু লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩১০৫১ আপ বজবজ-নৈহাটি লোকাল নৈহাটির পরিবর্তে পার্ক সার্কাস হয়ে শিয়ালদহ (দক্ষিণ) যাবে। ৩১০৫২ ডাউন নৈহাটি-বজবজ লোকাল বজবজের পরিবর্তে শিয়ালদহে (উত্তর) যাবে। এ ছাড়াও একাধিক শিয়ালদহ-বনগাঁ, বনগাঁ-শিয়ালদহ, হাসনাবাদ-শিয়ালদহ, শিয়ালদহ-হাসনাবাদ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার ৩৩৫১২ ডাউন হাসনাবাদ-শিয়ালদহ লোকাল হাসনাবাদ থেকে এক ঘণ্টা দেরিতে বিকেল ৪টে ০৫ মিনিটে ছাড়বে।

শুধু লোকাল নয়, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণে শনিবার ২২২০২ ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস পুরী থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের বদলে রাত ৯টা ৫৫ মিনিটে ছাড়বে। এ ছাড়াও, ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ারদহ পদাতিক এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sealdah Local Train Train cancel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE